অমিত শাহের উপস্থিতিতে বিজেপিতে যোগ দিলেন অভিনেতা হিরণ, অভিষেককে নিশানা

পূর্ব পরিকল্পনা মতোই এদিন অমিত শাহের (amit shah) সভায় বিজেপিতে যোগ দিলেন অভিনেতা হিরণ চট্টোপাধ্যায় (hiran chatterjee)। এদিন তিনি মঞ্চে উঠে দিলীপ ঘোষকে জড়িয়ে ধরার পরে অমিত শাহের পায়ে হাত নিয়ে প্রণাম করেন। প্রসঙ্গত হিরণ চট্টোপাধ্যায় তৃণমূল যুব কংগ্রেসের সভাপতির পদে ছিলেন। এদিন তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও (abhishek banerjee) নিশানা করেছেন।

বিজেপিতে যোগ দিলেন হিরণ

রাজ্য দখলের যুদ্ধে দলবদল অব্যাহত। এদিন বিজেপিতে যোগ দিলেন টলিউডের অপর তারকা হিরণ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিতিতে তিনি গেরুয়া পতাকা হাতে তুলে নেন। সংবাদ মাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে হিরণ নিজেকে সাধারণ পরিবারের ছেলে বলে বর্ণনা করেছেন। সাধারণ মানুষের দুঃখকষ্ট পরিবর্তনের আশা নিয়ে তিনি তৃণমূলে যোগ দিয়েছিলেন বলে জানিয়েছিলেন। তাঁর কটাক্ষ সাধারণের পরিবর্তনের বদলে কয়েকজনের জীবনযাত্রায় পরিবর্তন হয়েছে। পাশাপাশি তিনি বলেছেন, বাংলায় পরিবর্তন বলতে শুধু নীল-সাদা রঙ করা হয়েছে।

অভিষেককে নিশানা

হিরণ ছিলেন তৃণমূল যুব কংগ্রেসের সহ সভাপতি। যার সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কেই নিশানা করেছেন বিজেপিতে যোগ দেওয়া হিরণ। প্রকাশিত খবর অনুযায়ী তিনি বলেছেন, বছরের পর বছর ধরে তিনি সভাপতিকে ফোনে মেসেজ করেছেন। কিন্তু কোনও জবাব পাননি বলে অভিযোগ করেছেন হিরণ। পাশাপাশি অপর প্রান্ত থেকেও যোগাযোগ করা হয়নি বলেও জানিয়েছেন তিনি। হিরণ আরও বলেছেন, ভোট এলেই অভিষেকের সহকারী ফোন করে প্রচারে যেতে বলতেন। সব বিষয় তৃণমূল সুপ্রিমোকে জানানো পরে তিনি সভাপতির সঙ্গে কথা বলার পরামর্শ দিয়েছিলেন বলে উল্লেখ করেছেন অধুনা বিজেপি নেতা।

বাংলায় লক্ষ্মী আনতে হবে

প্রকাশিত খবর অনুযায়ী, বিজেপিতে নিজের যোগদান নিয়ে ব্যাখ্যা দিতে গিয়ে হিরণ বলেছেন, সাধারণ মানুষের চাওয়া-চাওয়ার সঙ্গে সঙ্গতি রাখতে গিয়েই এই যোগদান। দেশব্যাপী প্রধানমন্ত্রী বিপুল কর্মযজ্ঞ চালিয়ে যাচ্ছেন, যার জন্য তিনি সাধারণ মানুষের সমর্থন পাচ্ছেন বলে মন্তব্য করেছেন তিনি। বর্তমানে রাজ্যের মানুষও মনে করছেন মোদীজি আসলেই বাংলায় উন্নয়ন হবে। রাজ্যের মানুষের ভিন রাজ্যে যাওয়া নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। এব্যাপারে তিনি বাংলায় অলক্ষ্মী দূর করে লক্ষ্মী আনার ডাক দিয়েছেন।

টলিউড আড়াআড়ি ভাগ প্রকট

আড়াআড়ি ভাগ আগেই ছিল। কিন্তু ভোটের আগে টলিউডে তা প্রকট হয়ে উঠেছে। একটা সময়ে টলিউডে ভিন্ন দলকে সমর্থনের কারণে কাজ না পাওয়ার অভিযোগ করতেন দু-একজন। এখন সেই সংখ্যাটা বেড়েছে। দিন কয়েক আগে তৃণমূলে যোগ দিয়েছিল দীপঙ্কর দে, ভরত কলের মতো অভিনেতা, পিয়া, কৌশানির মতো অভিনেত্রীরা। বুধবার বিজেপিতে যোগ দেন যশ সেনগুপ্তের মতো অভিনেতা এবং পাপিয়া অধিকারী, সৌমিলি বিশ্বাস, মল্লিকা বন্দ্যোপাধ্যায়ের মতো অভিনেত্রীরা।

ভোটের দিন রাস্তায় তৃণমূলের একটাও গুন্ডা দেখা যাবে না, একুশের ভোট নিয়ে মমতাকে চ্যালেঞ্জ শাহের

More TRINAMOOL CONGRESS News