প্রত্যাশামতোই আইপিএল নিলামে দাপট দেখাচ্ছেন অলরাউন্ডাররা। তবে আজ চেন্নাইয়ের নিলামে গ্লেন ম্যাক্সওয়েলকে টপকে এদিন আইপিএল ইতিহাসে নয়া নজির গড়লেন দক্ষিণ আফ্রিকার তারকা ক্রিস মরিস। ১৬ কোটি ২৫ লক্ষ টাকায় তাঁকে দলে নিয়েছে রাজস্থান রয়্যালস। এদিনের নিলামে তো বটেই, আইপিএলের কোনও নিলামেই এতো বেশি দর ওঠেনি কোনও ক্রিকেটারের।
ক্রিস মরিস এদিন ভাঙলেন যুবরাজ সিংয়ের রেকর্ড। ২০১৫ সালে ১৬ কোটিতে যুবরাজকে নিয়েছিল ডেকান চার্জার্স। গত বছর প্যাট কামিন্সকে কলকাতা নাইট রাইডার্স নিয়েছিল সাড়ে ১৫ কোটি টাকা দিয়ে। আইপিএলের সবচেয়ে দামি ক্রিকেটারের এই তালিকায় চতুর্থ স্থানে আছেন বেন স্টোকস। তাঁকে ২০১৭ সালে রাইজিং পুনে সুপারজায়ান্টস নিয়েছিল সাড়ে ১৪ কোটি টাকা খরচ করে। তালিকার পঞ্চম স্থানে রয়েছেন ম্যাক্সওয়েল। গত আইপিএলে তেমন সফল না হলেও তাঁকে এদিনই ১৪ কোটি ২৫ লক্ষ টাকায় নিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।
এদিনের আইপিএল নিলামে অস্ট্রেলিয়া ও পার্থ স্কচার্সের হয়ে খেলা জোরে বোলার ঝাই রিচার্ডসনের দর উঠেছে ১৪ কোটি টাকা। তাঁর বেস প্রাইস ছিল দেড় কোটি টাকা। ৫ কোটি টাকায় নাথান কুল্টার-নাইলকে দলে নিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। ৩.২ কোটিতে অ্যাডাম মিলনেকেও তারা নিয়েছে। ১ কোটি টাকায় মুস্তাফিজুর রহমানকে নিয়েছে রাজস্থান রয়্যালস। দল পাননি হরভজন সিং, আদিল রশিদ, শেলডন কটরেলরা।
অলরাউন্ডারদের চমকপ্রদ দর, শিবম দুবে রাজস্থানে, কেকেআরে শাকিব, সবচেয়ে দামি মরিস