আইপিএল নিলামের আগেই নিজেকে সরিয়ে নিলেন তারকা ক্রিকেটার

আইপিএল নিলামে অনেক তারকাকেই অবিক্রিত থাকতে দেখা যায়। তবে এবার এক তারকা ক্রিকেটার চূড়ান্ত ২৯২ জনের তালিকা থেকে নিজেকে সরিয়ে নিলেন। তিনি ইংল্যান্ডের ক্রিকেটার মার্ক উড। অনেক ফ্র্যাঞ্চাইজি তাঁকে নিতে চাইছিল। কিন্তু নিলামের আগের দিনই সব দলকে জানিয়ে দেওয়া হয়েছে মার্ক উড নিজের নাম আইপিএল নিলামের তালিকা থেকে প্রত্যাহার করে নিয়েছেন। পরিবারের সঙ্গে সময় কাটাতেই তাঁর এই সিদ্ধান্ত।

সম্প্রতি তিনি বাবা হয়েছেন। পরিবারের সঙ্গে সময় কাটাতে তাই তাঁকে ভারতের বিরুদ্ধে প্রথম দুটি টেস্টের দলে রাখা হয়নি। যদিও সিরিজের বাকি দুটি টেস্টের দলে রাখা হয়েছে উডকে। দলের সঙ্গে যোগ দিয়েছেন। তবে টেস্ট সিরিজ শেষ হলেই তিনি দেশে ফিরে যাবেন। একদিনের সিরিজ বা টি ২০ সিরিজেও থাকবেন না। আইপিএল নিলামে সবচেয়ে বেশি প্রাইস ২ কোটি টাকা। ২ কোটি টাকা বেস প্রাইসের ক্রিকেটারদের মধ্যে ছিলেন উড। তাঁকে নিতে আগ্রহী ছিলেন অনেক ফ্র্যাঞ্চাইজির কর্তারাই। তবে দলে সুযোগ পাওয়ার পর নাম প্রত্যাহারের পথে না হেঁটে আগেই নিজেকে সরিয়ে নিলেন উড।

গত মরশুমে উডকে লসিথ মালিঙ্গার পরিবর্ত হিসেবে নিতে চেয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স। তবে তিনি রাজি না হওয়ায় রোহিত শর্মার দলে জায়গা পান জেমস ২০১৮ সালে চেন্নাই সুপার কিংসে ছিলেন। তবে চেন্নাইয়ের হয়ে একটি ম্যাচের বেশি খেলতে পারেননি। সেই ম্যাচে ৪ ওভারে ৪৯ রান দিয়েছিলেন উড।

তিনি ইংল্যান্ডের সীমিত ওভারের দলে থাকার পাশাপাশি পাঁচটি টেস্ট সিরিজের দলেও জায়গা পেয়েছেন। তবু ইসিবি উডের সঙ্গে শুধু সাদা বলের ক্রিকেটের জন্যই সেন্ট্রাল কনট্রাক্ট করেছে। ফলে টেস্ট দলেও থাকা অনেক সতীর্থর চেয়ে তাঁর আয় কমেছে। সেই ঘাটতি তিনি ফ্র্যাঞ্চাইজি-ভিত্তিক টুর্নামেন্ট খেলে পুষিয়ে নিতে পারেন। তারপরও উডের সরে আসা পরোক্ষে কোচ ক্রিস সিলভারউডকে বার্তা কিনা তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। সিলভারউড আবার চান ইংল্যান্ডের ক্রিকেটাররা আইপিএলের চেয়ে টেস্ট ক্রিকেটেই মনোনিবেশ করুন। এর আগে জো রুটও এবার আইপিএল খেলবেন না বলে জানিয়েছেন। তাঁর কথায়, ভবিষ্যতে আইপিএল খেলতেও পারি। তবে ইংল্যান্ডের টেস্ট ক্রীড়াসূচির কথা মাথায় রেখেই এবার আইপিএল না খেলার সিদ্ধান্ত। টেস্ট অধিনায়কের পর এবার সরলেন উড পারিবারিক কারণ দেখিয়ে। এর আগে টম ব্যান্টন ও জেমস ভিন্স এপ্রিলে শুরু হতে চলা কাউন্টি চ্যাম্পিয়নশিপকে গুরুত্ব দিয়ে আইপিএলে নাম লেখাননি।

উড সরে আসায় নিলামে থাকছে ১৬ জন ইংল্যান্ড ক্রিকেটারের নাম। ডেভিড মালান. মঈন আলি, অ্যালেক্স হেলস, জেসন রয়, আদিল রশিদদের দিকে থাকবে বিশেষ নজর।

More IPL News