আইপিএল ২০২১ নিলামে সাড়া জাগিয়ে সোশ্যাল মিডিয়ায় মিমের শিকার ম্যাক্সওয়েল-মরিস

পুরনো দল থেকে বাদ পড়াটা ক্রিস মরিস ও গ্লেন ম্যাক্সওয়েলের কাছে শাপে বর হয়ে দেখা দিল। দক্ষিণ আফ্রিকার অল রাউন্ডারকে ১৬.২৫ কোটি টাকা দিয়ে কিনেছে রাজস্থান রয়্যালস। অন্যদিকে অজি ম্যাক্সওয়েলকে ১৪.২৫ কোটি টাকা দিয়ে কিনেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। দুই ক্রিকেটারের এই সাফল্যে সচকিত হয়েছে সোশ্যাল মিডিয়া। মরিস ও ম্যাক্সওয়েলকে মিম তৈরির সুযোগ ছাড়েননি নেটিজেনরা।

গত আইপিএলে সাড়ে ১০ কোটি টাকা দিয়ে গ্লেন ম্যাক্সওয়েলকে কিনেছিল পাঞ্জাব কিংস (একদা কিংস ইলেভেন পাঞ্জাব)। কাছাকাছি দামে ক্রিস মরিসকে কিনেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। তবে কেউই দল ও ক্রিকেট প্রেমীদের প্রত্যাশা পূরণ করতে পারেননি। আইপিএল ২০২০-তে ব্যাট হতে মেরেকেটে ১০০-এর বেশি রান করতে পেরেছিলেন গ্লেন। ৯ ম্যাচ খেলে মাত্র ১১ উইকেট নেওয়ার পাশাপাশি ব্যাট হাতে মাত্র ৩৪ রান করেছিলেন দক্ষিণ আফ্রিকার অল রাউন্ডার।

1. RR before buying Morris
2. RR after buying Morris#IPLAuction2021 pic.twitter.com/Wub2JHbFxV

— Sagar (@sagarcasm) February 18, 2021

আইপিএল ২০২১ নিলামের আগে দুই ক্রিকেটারকেই ছেড়ে দিয়েছিল সংশ্লিষ্ট দুই দল। তা সত্ত্বেও নিলামে তাঁরা যে ঢেউ তুলেছেন, তাতে অবাক হয়েছে নেট দুনিয়া। ফলে তাদের নিয়ে সোশ্যাল মিডিয়ায় নানা মিম তৈরি হয়েছে। নেটিজেনদের একাংশের মতে পরিত্যক্ত ক্রিকেটারদের এত টাকা দিয়ে কেনার কোনও মানেই হয় না। তা সত্ত্বেও একাংশ মনে করেন ক্রিস মরিস ও গ্লেন ম্যাক্সওয়েলকে নিয়ে সঠিক কাজই করেছে রাজস্থান রয়্যালস ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। কারহণ দুই ক্রিকেটারই যেন কোনও সময় খেলার মোড় ঘুরিয়ে দিতে পারে বলে মনে করা হচ্ছে।

More IPL 2021 News