মোবাইল ফোন আজকের দিনে সাধারণ মানুষের কাছে অত্যন্ত প্রয়োজনীয় একটি বিষয়। বিসেহ করে করোনা পরবর্তী সময়েও যথেষ্ট গুরুত্ব পেয়েছে এই মোবাইল। তবে এবারে এই মোবাইলের কারণে ঘটে গেল এক অদ্ভুত ঘটনা। জানা গিয়েছে এক ব্যক্তি নিজের হারিয়ে যাওয়া আই ফোন ( iphone xs) খোঁজার জন্য ঠাণ্ডা লেকের জলে খুঁজলেন। জানা গিয়েছে ওই ফোন তিনি হারিএ ফেলেছিলেন valentines day তে।
জানা গিয়েছে ওই ব্যক্তির iphone xs হারিয়ে গিয়েছিল ওই দিনে। জানা গিয়েছে ওই ব্যক্তি নিজেই জলে ঝাপ দিয়ে নিজের ফোন খুঁজছিলেন। ওই ভাবে ঝাঁপ দেওয়ার জেরে বাকিরা অবাক হলেও পরে বিষয়টি জানতে পারার ফলে সকলে বুঝতে পেরেছিলেন। জল থেকে নিজের ফোন উদ্ধার করার পরে তীরে ফিরে আসার পরে অবাক হয়ে গিয়েছিলেন। প্রাথমিক ভাবে ওই ব্যক্তি ফোন নিতে যাওয়ার জন্য তিনি যখন ওই লেকের তীরে গিয়েছিলেন সেখানে অনেকেই তাকে জানিয়েছিলেন ওই ফোন টি দেখতে পেয়েছেন। প্রাথমিক ভাবে তিনি জলে একবার নিজের পা দুবিয়ে জলের গভীরতা ( freezing water) মাপার চেষ্টা করেছিলেন। তারপরে সাঁতার কেটেই তিনি নিজের ফোন টি নিয়ে আসেন জল থেকে।
ওই ব্যক্তি জানিয়েছিলেন তিনি নিজের ফোন টি খোঁজার চেষ্টা করছিলেন। এছাড়াও জানিয়েছিলেন তার মনে হয়েছিল ওই ফোন কাজ করছে। আর সেই কারণেই তিনি ওই ফোন টি খোঁজার চেষ্টা করেছিলেন। পাশপাশি আই ফোন এই মুহূর্তে অনেকের কাছেই পছন্দের একটি ব্র্যান্ড। আর সেই কারণেই তিনি ওই ভাবে valentines day র পরের দিনে ওই লেকে গিয়েছিলেন এবং ফোন উদ্ধার করার পরে দেখেছিলেন তা ঠিক ভাবে চলছে। আর তার জেরে অবাক হয়েছেন অনেকেই। এভাবে যে কেউ নিজের ফোন খোঁজার চেষ্টা করবেন তা ভাবতে পারেন নি অনেকেই।কিন্তু কার্যত অবাক হয়ে গিয়েছিল ফোন টি উদ্ধারের পরে। চমকে গিয়েছিলেন বাকিরাও।
লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'!
'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের।
কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.