তিরুঅনন্তপুরম : কবিতা বলতে পারেন? কবিতা খুব পছন্দের বিষয় আপনার? তাহলেই কেল্লা ফতে। এবার কবিতা বলতে পারলেই পেয়ে যাবেন বিনামূল্যে পেট্রল (Free Petrol in Tamil Nadu)। অবাক হচ্ছেন? ঘটনাটা একেবারেই সত্যি। এমনই নিয়ম চালু করেছে তামিলনাড়ুর একটি পেট্রল পাম্প।
তামিলনাড়ুর কারুরে এই পেট্রল পাম্পের দাবি তাঁদের কাছে পেট্রল নিতে আসলে একটি বিশেষ কবিতা মুখস্ত শোনাতে হবে। তবে সেটা আপনি শোনালে হবে না, আপনার সঙ্গে থাকা প্রথম থেকে দ্বাদশ শ্রেণীর পড়ুয়া থাকলে তাকে শোনাতে হবে সেই কবিতা। বিখ্যাত তামিল কবি থিরুভাল্লুরের (Thiruvalluvar’s Couplets) লেখা থিরুক্কুরালের প্রথম ১০ পংক্তি শোনাতে হবে বলে দাবি করেছে ওই পেট্রল পাম্প। সঠিক উচ্চারণে ও সঠিক ভাবে তা শোনাতে পারলেই মিলবে হাফ লিটার পেট্রল বিনামূল্যে (Free Fuel)।
এরই সঙ্গে যদি কেউ মনে করে ২০টি পংক্তি শোনাতে পারে, তাহলে এক লিটার তেল মিলবে বিনামূল্যে। এই কবিতাটি ১,৩৩০টি পংক্তি রয়েছে। তিনটি বই মিলিয়ে একটি কবিতা লেখা হয়েছে। এই কবিতাটি সম্মান, মূল্যবোধ ও ভালবাসার বার্তা দেয়। তবে কেন এই নিয়ম হঠাৎ চালু করল পেট্রল পাম্পটি, সেই প্রশ্ন অবশ্য উঠছে।
৩০শে এপ্রিল পর্যন্ত চালু রয়েছে এই নিয়ম। ১৬ই জানুয়ারি থেকে নিয়মটি চালু করেছে পেট্রল পাম্পটি। এখনও পর্যন্ত ১৭৬ জন গ্রাহক বিনামূল্যে পেট্রল পেয়েছেন। থিরুভাল্লার দিবস স্মরণে রাখার জন্য এই নিয়ম চালু করা হয়। যদি একই পড়ুয়া অন্য কোনও দিনে পৃথক পংক্তি আওড়াতে পারে, তবে তার জন্য আলাদা করে পেট্রল বিনামূল্য পাওয়া যাবে বলে জানানো হয়েছে। পেট্রল পাম্পের মালিক কে সেনগুট্টাভান জানান তামিল কবিতার প্রতি শিশুদের উৎসাহ বাড়ানোর জন্য ও তামিল সংস্কৃতির সঙ্গে পরিচয় করানোর জন্যই এই উদ্যোগ।
করোনাকালীন ধাক্কা সবে কাটিয়ে অফিস-কাছারি খুলতে শুরু করেছে। এরই মধ্যে মধ্যবিত্তের ট্যাঁক গড়ের মাঠ হওয়ার জোগাড়। এলপিজি সিলিন্ডার থেকে শুরু করে পেট্রোল-ডিজেল সব জায়গাতেই আগুন জ্বর। পেট্রোলের দাম একেবারে আকাশ ছুঁয়েছে। দেশে কোথাও কোথাও পেট্রোলের দাম সেঞ্চুরি ছুঁয়ে ফেলেছে।
লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'!
'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের।
কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.