সাংবাদিক প্রিয়া রামানিকে এমজে আকবরের করা মানহানির মামলায় নিষ্কৃতি দিল দিল্লির একটি আদালত। এর আগে সাংবাদিক প্রিয়া রামানি প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী এমজে আকবরের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তোলেন। যার প্রেক্ষিতে পাল্টা মানহানির মামলা করেছিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী এমজে আকবর।
রামানির অভিযোগ ছিল, ২৩ বছর আগে একটি হোটেলে তাঁকে যৌন হেনস্থা করেন আকবর। এরপর ২০১৮ সালের ১৭ অক্টোবর কেন্দ্রীয় মন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন আকবর। অভিযোগকারী প্রিয়া রামানির বিরুদ্ধে মানহানির মামলা করেন তিনি।
এমজে আকবর প্রথমে অভিযোগ উড়িয়ে দিয়ে দাবি করেন, ওটা সম্মতিক্রমে গড়ে ওঠা সম্পর্ক ছিল। তাকে হেনস্থার আওতায় ফেলা যায় না কোনও ভাবেই। উল্টে প্রিয়া রামানির বিরুদ্ধে মামলা দায়ের করেন ৯৭ জন উকিলকে নিয়ে। এদিকে রামানির আনা অভিযোগের প্রেক্ষিতে আকবরের আইনজীবীর যুক্তি ছিল, 'কোনও ঘটনার ৩০-৪০ বছর পরে সোশ্যাল মিডিয়ায় তার বিচার হয়ে যেতে পারে না। আইন বলে, অভিযোগ যদি আনতেই হয় তবে তার সপক্ষে প্রমাণও আনতে হয়।'