প্রসেনজিতের বিজেপি 'ঘনিষ্ঠতা', নিশানা করলেন 'বামপন্থী' শ্রীলেখা

তিনি বামমনস্ক হিসেবেই পরিচিত। সোশ্যাল মিডিয়ায় জ্বলজ্বল করছে বামেরাই একমাত্র বিকল্প। সেই শ্রীলেখা মিত্র (shreelekha mitra) নিশানা করলেন প্রসেনজিত চট্টোপাধ্যায়কে (prasenjit chatterjee)। মঙ্গলবার এক বিজেপি নেতা তাঁর বাড়িতে গিয়ে দেখা করেছিলেন। এদিন তা নিয়ে প্রসেনজিত চট্টোপাধ্যায়কে নিশানা করেছেন তিনি।

কাটমানি ছাড়া বিকল্প রাস্তা নেই, তৃণমূলের পতনের সময় নির্দিষ্ট করে হুঁশিয়ারি শুভেন্দুর

প্রসেনজিতের বাড়িতে বিজেপি নেতা

মঙ্গলবার অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে দেখা করতে গিয়েছিলেন বিজেপি নেতা অনির্বাণ চট্টোপাধ্যায়। বিভিন্ন বিষয়ে তাঁদের মধ্যে আলোচনা হয়। এছাড়াও অনির্বাণ চট্টোপাধ্যায় তাঁর নিজের লেখা বই অমিত শাহ অ্যান্ড দ্য মার্চ অফ বিজেপি বইটি টলিউডের মিস্টার ইন্ডাস্ট্রি প্রসেনজিত চট্টোপাধ্যায়ের হাতে তুলে দেন। এরপর থেকেই টলিউডের পাশাপাশি রাজনৈতিক মহলে জল্পনা তৈরি হয়েছে, তাহলে কি এবার প্রসেনজিত চট্টোপাধ্যায়ও বিজেপির পথে।

শ্রীলেখার নিশানায় প্রসেনজিত

যাঁদের মনে হয়েছে প্রসেনজিত চট্টোপাধ্যায় বিজেপিতে যোগ দিতে পারেন, তাঁদের মধ্যে রয়েছেন অভিনেত্রী শ্রীলেখা মিত্রও। তাঁর মনে হয়েছে শীঘ্রই প্রসেনজিত চট্টোপাধ্যায় বিজেপিতে যোগ দেবেন, সেটাই তাঁর আসল স্বরূপ। এখানেই শেষ নয়, বিজেপি নেতার সঙ্গে প্রসেনজিত চট্টোপাধ্যায়ের ছবিটি তিনি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে লিখেছেন, যাঁরা তাঁকে (শ্রীলেখা) মিথ্যাবাদী প্রমাণ করার চেষ্টা করেছিলেন, তাঁরা খানিকটা উত্তর পেয়ে গিয়েছেন। এরসঙ্গে তিনি সবইমায়া হ্যাশট্যাগ জুড়ে দিয়েছেন।

এর আগে টলিউডে স্বজনপোষণ নিয়ে প্রসেনজিতের বিরুদ্ধে মুখ খুলেছিলেন শ্রীলেখা। সেই সময় অনেকেই সেকথা মানতে চাননি। এই সময়ে বিজেপি নেতার সঙ্গে তাঁর ছবি প্রমাণ করে দিচ্ছে প্রসেনজিত কেমন মানুষ। শ্রীলেখা আরও বলেছেন, এবার এঁদের আসল মুখগুলো বেরিয়ে আসবে। এঁরা কেমন মানুষ তাও মানুষের কাছে প্রকাশ হয়ে পড়বে বলেই মনে করেন তিনি।

প্রসেনজিতের সাফাই

তবে তাঁর সঙ্গে বিজেপি নেতার ছবি নিয়ে সাফাই দিয়েছেন প্রসেনজিত চট্টোপাধ্যায়। সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, তিনি বলেছেন, বিভিন্ন তারকারা ভোটের আগে নতুন দলে যোগ দিচ্ছেন। দয়া করে এসবের মধ্যে তাঁকে টানবেন না। এব্যাপারে তিনি বলেছেন, প্রসেনজিত চট্টোপাধ্যায় যদি কোনও বড় সিদ্ধান্ত নেয়, তাহলে সেটা বুক ফুলিয়েই ঘোষণা করবে। একইসঙ্গে তিনি বলেছেন, কেন্দ্র ও রাজ্য সরকার যেন সিনেমাকে বাঁচায়। পাশাপাশি অনির্বান চট্টোপাধ্যায়কে তিনি দারুণ মানুষ বলে বর্ণনা করেছেন। অনির্বাণ চট্টোপাধ্যায়ের কাছ থেকে তিনি বই উপহার পান বলে জানিয়ে প্রসেনজিত বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ও তাঁর বাড়িতে এসেছিলেন।

বিজেপিতে যোগদানের প্রস্তাব ছিল তাঁর কাছেও

শ্রীলেখা দাবি করেছেন, তাঁর কাছেও বিজেপিতে যোগদানের প্রস্তাব ছিল। কটাক্ষ করে তিনি বলেছেন, অনেকেই টাকা নিয়ে মানুষের কাজ করতে যাচ্ছে। যাঁরা রাজনীতির 'র' বোঝে না তাঁরাও যাচ্ছে। এদিই শ্রীলেখা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বলেছেন বামেরাই একমাত্র বিকল্প। শুধু এদিনই নয়, ১৫ ফেব্রুয়ারি যেদিন ডিওয়াইএফআই নেতা মইদুল ইসলাম মিদ্দা মারা যান, সেদিনও তাঁকে কমরেড বলে সম্বোধন করেছিলেন শ্রীলেখা। তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে শ্রীলেখা বলেছিলেন অনেক হয়েছে এই নৃশংসতা, জেগে ওঠার সময় হয়েছে বন্ধুরা।

More PRASENJIT CHATTERJEE News