করোনা নিরাময়ে নিজেদের মূত্র পান করলেন মহিলা ও তাঁর সন্তান

বিশ্বে করোনা ভাইরাস থাবা বসানোর পর থেকেই বহু বিভ্রান্তিকর ও ভুয়ো খবর ছড়িয়ে পড়ছে সোশ্যাল মিডিয়া জুড়ে। সেরকমই এক ভুয়ো খবরের ফাঁদে পরে লন্ডন নিবাসী এক মা ও তাঁর সন্তান চারদিন ধরে মূত্র পান করে, কারণ একটি ভুয়ো খবর অনুযায়ী মূত্র পান করলে কোভিড–১৯ নিরাময় হয়ে যায়।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই মহিলা জানিয়েছেন যে তিনি হোয়াটসঅ্যাপে তাঁর বন্ধুর থেকে একটি ফরোয়ার্ড মেসেজ পান, যেখানে উল্লেখ ছিল যে মূত্র পন করলে সেরে যাবে করোনা ভাইরাস। এই মেসেজের ওপর ভরসা করে এবং তার সত্যতা যাচাই না করেই ওই মহিলা তাঁর নিজের মূত্র পান করেন এবং তাঁর সন্তানদেরও তাদের মূত্র পান করান। গত চারদিন ধরে এটা করার পর মহিলা বুঝতে পারেন এই পদ্ধতি কোনও কাজে লাগছে না। ওই মহিলা এও জানিয়েছেন যে তিনি ভ্যাকসিনে বিশ্বাসী নন, বরং ঘরোয়া টোটকা যা এই মারণ রোগ থেকে মুক্তি দিতে পারে তাতেই বিশ্বাস করেন বেশি।

মধ্য–পশ্চিম লন্ডনের হেল্‌থ ওয়াচের রিপোর্টে বলা হয়েছে, '‌কিছু কিছু ভিডিও তিনি পেয়েছেন যেখানে দাবি করা হয়েছে কোভিড–১৯ নিরাময় করতে হলে প্রত্যেকদিন সকালে নিজের মূত্র পান করুন। তিনি এবং তাঁর সন্তান চারদিন ধরে তাই করেছেন।’ এ ধরনের ভুয়ো প্রতিকার ও ষড়যন্ত্রগুলির ওপর এবার মনোযোগ দেওয়া প্রয়োজন রয়েছে। হেল্‌থ ওয়াচের পক্ষ থেকে বলা হয় এ ধরনের তথ্য ভুয়ো, বিকল্প চিকিৎসা, যার কোনও বৈজ্ঞানিক ও বাস্তব ভিত্তি নেই, সেগুলি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিভিন্ন মানুষের কাছে পৌঁছে যাচ্ছে। করোনা ভাইরাস যেখানে এখনও শক্তিশালী, সেখানে দাঁড়িয়ে মানুষ দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য ঘরোয়া টোটকার আশ্রয় নিচ্ছেন‌। করোনা ভাইরাস আবগে ভারতেও এ ধরনের কিছু ভুয়ো খবর চাউক হয়েছিল। যার মধ্যে গোমূত্র পানে নিরাময় হবে কোভিড–১৯ অন্যতম।

জম্মু-কাশ্মীর সফরে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল, খতিয়ে দেখবেন ৩৭০ ধারা বিলোপ পরবর্তী অবস্থা

More CORONAVIRUS News