কোভিড–১৯–এ আক্রান্ত কঙ্কনা সেনশর্মার প্রাক্তন স্বামী রণবীর শোরে

করোনা পরবর্তীকালে কোভিডে আক্রান্ত হচ্ছেন বলিউডের একের পর এক অভিনেতা–অভিনেত্রী। এবার অভিনেতা তথা কঙ্কনা সেনশর্মার প্রাক্তন স্বামী রণবীর শোরে করোনা ভাইরাসে আক্রান্ত হলেন। বুধবার অভিনেতা জানিয়েছেন যে তাঁর রিপোর্ট পজিটিভ এসেছে এবং তিনি বর্তমানে কোয়ারেন্টাইনে আছেন।

৪৮ বছরের অভিনেতা টুইটারে তাঁর ভক্ত ও ফলোয়ার্সদের এই খবর জানিয়ে বলেছেন, '‌আমার কোভিড–১৯ টেস্ট পজিটিভ এসেছে। উপসর্গ হাল্কা। আমি কোয়ারেন্টাইনে।’‌ প্রসঙ্গত, ২০২০ সালে এই অভিনেতাকে বহু সিনেমায় উল্লেখযোগ্য ভূমিকায় দেখা গিয়েছে। অংরেজি মিডিয়াম, লুটকেস, কদখ সিনেমার পাশাপাশি পরিওয়ার ও হাইয়ের মতো ওয়েব সিরিজেও কাজ করেন রণবীর। রণবীর শোরে সম্প্রতি ইরস নাওয়ের কমেডি ড্রামা '‌মেট্রো পার্ক’‌–এর দ্বিতীয় সিজনে অভিনয় করছেন। যেটি জানুয়ারিতে স্ট্রিমিং হয়।

মঙ্গলবারই মুম্বইয়ের মেয়র কিশোরি পেডনেকার সতর্ক করে জানিয়েছেন যে মহারাষ্ট্র সরকার দ্বিতীয় লকডাউন কার্যকর করার বিষয়ে চিন্তাভাবনা করছেন, কারণ শহরে ফের করোনা ভাইরাস মাথা চাড়া দিয়ে উঠেছে। মুম্বইয়ে কোভিড–১৯ কেস বৃদ্ধি পেয়ে হয়েছে ৩,১৫,০৩০, যার মধ্যে মঙ্গলবার ৪৬১টি নতুন কেস ধরা পড়েছে। বিএমসি জানিয়েছে, মঙ্গলবার নতুন করে তিনজনের মৃত্যু হওয়ায় মৃতের সংখ্যা ১১,৪২৩ জনে দাঁড়িয়ে রয়েছে।

মিঠুন চক্রবর্তী কি সত্যি বিজেপিতে যোগ দিতে চলেছেন? কী বললেন দিলীপ ঘোষ

More CORONAVIRUS News