টানা নবম দিন ঊর্ধ্বমুখী জ্বালানির দাম, পেট্রোল-ডিজেলের দাম কোথায় কত?

টানা নবম দিনেও বাড়ল জ্বালানির দাম। পেট্রোল লিটারে ২৩-২৫ পয়সা ও ডিজ়েল লিটারে ২৪-২৬ পয়সা বেড়েছে। কলকাতায় পেট্রলের দাম আজ লিটারপিছু ৯০.৭৮ টাকা। জ্বালানির দামের ঊর্ধ্বগতি অব্যাহত। আবারও বাড়ল পেট্রোল ও ডিজেলের দাম। এই নিয়ে দেশজুড়ে টানা ৯ দিন বাড়ল জ্বালানির দাম।

মুম্বইতে পেট্রোলের দাম পৌঁছল লিটারে ৯৬ টাকায়

মুম্বইতে পেট্রোলের দাম পৌঁছল লিটারে ৯৬ টাকায়। ফের মূল্যবৃদ্ধিতে কলকাতায় পেট্রলের দাম হয়েছে লিটারপিছু ৯০.৭৮ টাকা। বুধবার পেট্রলের দাম লিটারে ২৩-২৫ পয়সা বেড়েছে। আর ডিজেলের দাম লিটারপিছু ২৪-২৬ পয়সা বেড়েছে।

কলকাতায় পেট্রোলের দাম হয়েছে লিটারে ৯০.৭৮ টাকা

এর ফলে কলকাতায় পেট্রোলের দাম হয়েছে লিটারে ৯০.৭৮ টাকা। দিল্লিতে পেট্রোল লিটারপিছু ৮৯.৫৪ টাকা, মুম্বইতে লিটারে ৯৬ টাকা, চেন্নাইতে লিটারে ৯১.৬৮ টাকা হয়েছে। জয়পুরে পেট্রোলের দাম লিটারে ৯৬.০১ টাকা ও ভোপালে দাম লিটারে ৯৭.৫২ টাকা হয়েছে।

কলকাতায় ডিজেলের দাম লিটারে হয়েছে ৮৩.৫৪ টাকা

ডিজেলের নয়া দামবৃদ্ধিতে কলকাতায় ডিজেলের দাম লিটারে হয়েছে ৮৩.৫৪ টাকা। ডিজেল দিল্লিতে লিটারে ৭৯.৯৫ টাকা, চেন্নাইতে দাম হয়েছে লিটারে ৮৫.০১ টাকা। টানা জ্বালানির মূল্যবৃদ্ধিতে গত ৯ দিনে পেট্রোলের দাম লিটারপিছু বেড়েছে ২.৬১ টাকা ও ডিজেলের দাম বেড়েছে ৩.১৬। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বাড়ায় ক্রমে দেশে জ্বালানির দাম বাড়ছে বলে জানিয়েছে তেল কোম্পানিগুলি।

ভোটের মুখে এবার বাংলায় কিষাণ মহাপঞ্চায়েত, টিকাইতের হুঁশিয়ারিতে রাজ্যে নয়া সমীকরণ

More PETROL News