'ভারতের আত্মবিশ্বাস সীমান্তে দেখা যাচ্ছে', জাতীয় নিরাপত্তা থেকে প্রযুক্তি নিয়ে সরব মোদী

কোভিডের চরম মহামারীর সময়ে ভারতে প্রযুক্তিক্ষেত্র বিভিন্ন বিষয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সাহায্য করেছে প্রশাসনকে। এদিন ন্যাসকমের এক বৈঠকে সেই বিষয়টি নিয়ে মুখ খুলে রীতিমতো ভারতের প্রযুক্তিক্ষেত্রের ভূয়সী প্রশংসা করেন মোদী।

'ভারতের আত্মবিশ্বাস সীমান্তে দেখা যাচ্ছে'

ন্যাসকমের সভায় মোদী বলেন, দেশের অভ্যন্তরীণ নিরাপত্তার বিষয়ে ভারত এখন যথেষ্ট উন্নত। এর নেপথ্যে রয়েছে প্রযুক্তির উন্নতি। আর সেই রাস্তা ধরেই ভারত নিরাপত্তার দিক থেকে কতটা আত্মবিশ্বাসী, তা ভারতের সীমান্তে দেখা যাচ্ছে। এদিন ন্যাসকম টেকনোলজি অ্যান্ড লিডারশিপ ফোরামের এক অনুষ্ঠানে একথা বলেন নরেন্দ্র মোদী।

জিও ট্যাগিং নিয়ে সরব মোদী

এদিন, নরেন্দ্র মোদী বলেন, গরীবদের জন্য বাসস্থানই হোক বা পরিকাঠামো গঠনই হোক, প্রতিটি প্রজেক্টের জিও ট্যাগিং সম্পন্ন করেছে ভারত। তিনি বলেন, দেশের প্রতিটি গ্রামে ড্রোনের সাহায্যে জিও ট্যাগিং হচ্ছে।

বিশ্বে নেতৃত্ব দিতে এগিয়ে আসতে হবে আইটি সেক্টরকে!

এদিন ভারতীয় আইটি সেক্টরে চাঙ্গা করতে আরও বেশি জোর দিয়েছেন মোদী। তিনি বলেন, ভারতের আইটি সেক্টরকে এমন একটা জায়গায় নিতে হবে, যাতে তারাই বিশ্বে ভারতকে নেতৃত্ব দিতে এগিয়ে নিয়ে যাবে।

সরব ম্যাপিং নিয়ে

মোদী বলেন, দেশের সদ্য সম্পন্ন হওয়া ম্যাপিং নিয়ে ভারত গর্বিত। এর হাত ধরে শিল্প জগতে খুবই সুবিধা আসবে বলে ন্যাসকমের সভায় জানান তিনি। এতে টেক-স্টার্ট আপগুলি সুবিধা পাবে বলেও দাবি করেন তিনি। আর এইভাবেই আত্মনির্ভর ভারতের মিশনে এগিয়ে যেতে পারবে দেশ। এমনই বার্তা দেন মোদী।

'পাঁচ পয়সার লিডাররা হুমকি দিচ্ছে, আম্ফানের টাকা চোরদের বিজেপি নেওয়া হবে না',সুর চড়ালেন শুভেন্দু

More NARENDRA MODI News