ভাবমূর্তি ধরে রাখতে মরিয়া বিজেপি, কৃষি আইন নিয়ে জনভিত্তি ফিরে পেতে নয়া ছক পদ্ম শিবিরের

দেশের পাশাপাশি দিল্লির কৃষক আন্দোলনে রেশ ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে আন্তর্জাতিক মহলেও। এদিকে তিন মাসের বেশি সময় অতিক্রান্ত হলেও এখনও নয়া তিনটি কৃষি আইন বাতিলের দাবিতে অনড় রয়েছেন প্রতিবাদী কৃষকেরা। অন্যদিকে আইন বাতিল হবে বলেও সাফ জানিয়েছে কেন্দ্র। এমতাবস্থায় কৃষি আইন নিয়ে কেন্দ্রের পাশাপাশি সংগঠনের ভাবমূর্তি উজ্জ্বল করতে নতুন পরিকল্পনা করে ফেলল বিজেপি।

নতুন ছক বিজেপির

সূত্রের খবর, কৃষি আইন নিয়ে রাজ্য রাজ্যে দলের বার্তা পৌঁছে দিতে নতুন ছক কষছেন বিপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। মঙ্গলবার সংগঠনের একাধিক শীর্ষস্থানীয় নেতাদের নিয়ে একটি বৈঠকও করেন তিনি। যেথানে উপস্থিত ছিলেন উত্তরপ্রদেশ, হরিয়ানা, পাঞ্জাব, রাজস্থান সহ একাধিক রাজ্যের বিভিন্ন পদমর্যাদার নেতা-নেত্রীরা।

কারা কারা উপস্থিত ছিলেন নাড্ডার বৈঠকে ?

এছাড়ও মঙ্গলবারের বৈঠকে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ, কৃষি মন্ত্রী নরেন্দ্র সিং তোমার। অন্যদিতকে পশ্চিম উত্তরপ্রদেশের আখের অঞ্চলের বিজেপি সাংসদ সঞ্জীব বালায়ণ এবং সত্যপাল সিংও বৈঠকে অংশ নিয়েছিলেন বলে জানা যাচ্ছে। সঞ্জীব বালিয়ান আদপে মুজফফরনগরের লোকসভার সাংসদ। অন্যদিকে সত্যপাল সিং বাগপাট আসন থেকে প্রতিনিধিত্ব করছেন।সূত্রের খবর, প্রায় আড়াই ঘণ্টার কাছাকাছি চলে মিটিং। সাংসদ, মন্ত্রীদের পাশাপাশি জেলা স্তরের একাধিক নেতাদেরও উপস্থিতি দেখা যায় এই মিটিংয়ে।

পঞ্চায়েত স্তরে জোরদার প্রচারের নির্দেশ

কৃষি আইন নিয়ে সদর্থক বার্তা প্রচার করার জন্যই এদিনের মিটিং থেকে বিশেষ নির্দেশ দেওয়া হয় অমিত শাহ, জেপি নাড্ডাদের তরফ থেকে। এমনকী কৃষক আন্দোলনের কারণে তৃণমূল স্তরের কর্মীদের মধ্যে যে শক্তিক্ষয় হয়েছিল তাও মেরামতির নির্দেশ দেওয়া হয় নাড্ডার বৈঠকেই। একইসাথে পঞ্চায়েত স্তরেও কৃষি আইনের পক্ষে জোরদার প্রচার চালানোরও নির্দেশ দেওয়া হয়েছে।

বিধানসভা ভোটের আগে ভাবমূর্তি ধরে রাখতে মরিয়া বিজেপি

প্রসঙ্গত উল্লেখ্য, ইতিমধ্যেই বাংলা, তামিলনাড়ু, পদুচেরি, কেরল, অসমে বেজে গিয়েছে বিধানসভা ভোটের দামামা। শেষ মূহূর্তের ভোটে প্রচারে জোর দিচ্ছে শাসক বিরোধী সব পক্ষই। এমতাবস্থায় বিধানসভা ভোটের মুখে কৃষক আন্দোলন যে বিজেপির বিরুদ্ধে বড়সড় বাধা হয়ে দাঁড়াতে পারে সেই ইঙ্গিত আগেই পেয়েছিল পদ্ম শিবিরের শীর্ষ নেতৃত্ব। তাই বিধানসভা ভোটকে পাখির চোখ করে আগেভাগেই ভাবমূর্তি মেরামতির কাজে নেমে পড়ছে বিজেপি, এমনটাই মত রাজনৈতিক বিশ্লেষকদের।

একুশের আগে কৃষক নেতারা বাংলায় আসছেন আন্দোলনের ঝড় তুলতে! টিকাইতের কণ্ঠ কোন ইঙ্গিত

More FARMERS PROTEST News