নুসরত সম্পর্কে যশের বক্তব্য
বুধের বেলায় বিজেপিতে যশ-যোগ! একা যশ নন , তাঁর সঙ্গে টলিউডের একধিক কলাকুশলী যোগ দিয়েছেন আজ বিজেপিতে। তবে বিজেপির প্রেস কন্ফারেন্সের মাঝে যশের এন্ট্রি ও তার সঙ্গে আশপাশে থাকা কয়েকজনের হুল্লোড় হইচই বলে দিচ্ছিল, বিজেপির পক্ষে কতবড় তুরুপের তাস যশ! এদিকে, প্রশ্ন উঠছে গত কয়েক মাস ধরে তাঁর সঙ্গে নুসরতের বন্ধুত্ব নিয়ে। সেই জায়গা থেকে যশের এই বিজেপি যোগ কি নুসরতের সঙ্গে তাঁর সম্পর্কে প্রভাব ফেলবে? প্রশ্নের উত্তরও যশ নিজে দিয়েছেন।
'বিজেপিতে যোগ দিচ্ছি নুসরতকে জানাইনি'
'আমি আজ বিজেপিতে যোগ দিচ্ছি সেকথা নুসরতকে জানাইনি। তাছাড়া আমাদের বন্ধুত্ব অভিনয়কে ঘিরে। ' এদিন বিজেপিতে যোগ দিয়ে এমনই কথা বলেন যশ। পাশাপাশি তিনি জানান,বিজেপিতে যোগ দেওয়াটা তাঁর নতুন সিদ্ধন্ত নয়। সিস্টেমের মধ্যে থেকে লড়াই করার জন্যই তিনি এমন পদক্ষেপ নিয়েছেন।
'আরেক বন্ধু মিমিও তৃণমূলের সাংসদ'
উল্লেখ্য, 'এসওএস' ছবিতে একসঙ্গে অভিনয় করছেন মিমি, যশ , নুসরত। এর আগে 'গ্যাংস্টার' ছবিতে মিমির সঙ্গে অভিনয় করছেন যশ। সেই মিমি চক্রবর্তীও তৃণমূলের সাংসদ। আর সেই প্রসঙ্গ তুলে যশের বক্তব্য, 'রাজনীতিতে আসা মানুষের কাজ করার জন্য। আমার আরেক বন্ধু মিমিও তৃণমূলের সাংসদ। যে যার ব্যক্তিগত পছন্দ অনুযায়ী রাজনীতি করে। '
'স্বামী স্ত্রী আলাদা রাজনৈতিক দলের সদস্য হতে পারেন'
শোনা গিয়েছে, বহুদিন ধরে স্বামী নিখিলের সঙ্গে থাকছেন না নুসরত। ইদানিং বহু অনুষ্ঠানে নুসরতকে যশের সঙ্গেই প্রবেশ করতে দেখা গিয়েছে। সেই জায়গা থেকে জল্পনার পারদ তুঙ্গে। যশ বলছেন, ' এক বাড়িতে স্বামী-স্ত্রীও আলাদা রাজনৈতিক দলের সদস্য হতে পারেন। বন্ধুত্বের মধ্যে রাজনীতি না ঢোকাই ভালো' ।
মিমি, নুসরতের আগের পোস্ট ও জল্পনা
প্রসঙ্গত, নুসরতের দাম্পত্য জীবন ক্রমাগত টলিউডের চর্চায়। এর মাধেই মিমির সঙ্গে নুসরত 'এসওএস' ছবিতে কাজ করছেন। দুই সাংসদ একসঙ্গে অভিনয় করার খবর যেমন নজর কেড়েছে, তেমনই কয়েকদিন আগে মিমি একটি পোস্টে লেখেন, ' সমস্যা হল সততার পথে থাকলে , সে সকলের কাছে অপ্রিয় হয়ে ওঠে। আবার মিথ্য়াচার করলে সকলের প্রিয় হয়ে যায়।' এরপরই দেখা যায় নুসরত লিখছেন তাঁর পোস্টে, 'কিছু মানুষ সামান্য স্পটলাইটের জন্য দীর্ঘদিনের বন্ধুকেও ঠকাতে পারে'। ফলে জল্পনার একটি দিক চরমে ওঠার সাথে সাথেই এদিন যশের বিজেপি যোগ নিয়ে সরগম টলিউড।