গতবছর থেকে টুইটারে হাঙ্গামা করে চলেছেন বলিউডের বিতর্কিত অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। বলিউডের স্বজন পোষণ থেকে সুশান্তের মৃত্যু, কখনও মহারাষ্ট্র সরকারকে আক্রমণ তো কখনও কৃষিবিল বিরোধীদের সন্ত্রাসবাদী আখ্যা দেওয়া, নানান বিতর্কিত মন্তব্য করে চর্চায় থেকেছেন কঙ্গনা। কঙ্গনার বিরুদ্ধে টুইটারে উস্কানিমূলক মন্তব্যের জেরে একাধিক মামলা দায়ের হয়েছে। টুইটারও কঙ্গনার বেশ কিছু পোস্ট সরিয়ে দিয়েছেন। সম্প্রতি কঙ্গনা টুইটারে ইঙ্গিত দিয়েছিলেন যে তিনি এবার কু অ্যাপে যোগ দেবেন। আর সেই পোস্টকেই বাস্তব রূপ দিলেন। অভিনেত্রী কঙ্গনা সাম্প্রতিকতম তারকা যিনি কু অ্যাপে যোগ দেন।
কঙ্গনা কু অ্যাপে তাঁর প্রোফাইলে নিজের সম্বন্ধে লিখেছেন তিনি একজন 'দেশভক্ত’ এবং 'রক্ত গরম করা ক্ষত্রিয় মহিলা’ (যোদ্ধা)। এই তথ্য টুইটারে শেয়ার করে কঙ্গনা লিখেছেন, 'এটা আমার কু অ্যাকাউন্ট। এখানে সবাই আমায় ফলো করুন। আমি আমার সব বন্ধুদের এখানে খুঁজে পেয়েছি, আমায় সরাসরি মেসেজ করবেন যখন আপনারা এই হলুদ হৃদয়ে যোগ দেবেন। কঙ্গনার আনুষ্ঠানিক কু অ্যাপে দারুণ দারুণ চিন্তাভাবনা শুনতে পারবেন।’ অন্যদিকে কু অ্যাপে যোগ দিয়ে কঙ্গনা প্রথম পোস্টে লেখেন, 'সকলকে হ্যালো, রাতে শুটিংয়ের কাজ চলছে এটা ধকাড় ক্রুদের জন্য লাঞ্চ ব্রেক। তাই এখন কু করলাম। এটা নতুন জায়গা যেখানে একটু ফিল্মি হওয়া যায়।’ এরপর কঙ্গনা লেখেন, 'কিন্তু ভাড়ার বাড়ি সেই ভাড়ার বাড়ি হয়, নিজের ঘর যেরকমই হোক নিজেরই হয়।’
অভিনেত্রীর কু অ্যাপে অ্যাকাউন্ট খোলার সঙ্গে সঙ্গে তিনি এখনও পর্যন্ত ৮৫৫৫ ফলোয়ার্স পেয়ে গিয়েছেন। টুইটারের সঙ্গে কঙ্গনা তিক্ত সম্পর্কের কারণে কঙ্গনা এই কু অ্যাপটিকে বেছে নিয়েছেন। এই মাসের প্রথমে টুইটারের নির্দেশিকা উলঙ্ঘন করার কারণে মাইক্রো–ব্লগিং সাইট তাঁর দু’টি টুইট মুছে দেয়। এরপরই কঙ্গনা অত্যন্ত ক্ষুব্ধ হয়ে টুইটারে লেখেন, 'চিনের হাতের পুতুল টুইটার আমার অ্যাকাউন্ট সাসপেন্ড করে দিয়েছে আমার কোনও ধরনের নির্দেশিকা লঙ্ঘন করা ছাড়াই। মনে রাখবে যেদিন আমি যাবো তোমায় সঙ্গে নিয়ে যাবো, চিনের টিক টকের মতো তোমাকেও নিষিদ্ধ করা হবে।’ সম্প্রতি টুইটারে কঙ্গনা নিজেকে হলিউড তারকাদের সঙ্গে তুলনা করেছেন।
বিয়ে করলেন দিয়া মির্জা, নিজের হাতে মিষ্টি খাওয়ালেন সংবাদমাধ্যমের কর্মীদের