নয়াদিল্লি: ফের ভারতে খোঁজ মিলল করোনার নয়া স্ট্রেইনের। দক্ষিণ আফ্রিকা ও ব্রাজিলের করোনা স্টেইনের খোঁজ এবার মিলল ভারতে। এই স্ট্রেইন আরও বেশি সংক্রামক। আক্রান্তরা প্রত্যেকেই অবশ্য ট্যুরিস্ট।
সরকারি সূত্রে জানানো হয়েছে, চারজনের শরীরে মিলেছে দক্ষিণ আফ্রিকার করোনা স্ট্রেইনের। অন্যদিকে একজনের শরীরে মিলেছে ব্রাজিলের করোনা স্ট্রেইনের। ৫ জনকেই বর্তমানে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
এই দুই স্ট্রেইন ছাড়াও সরকার জানিয়েছে ব্রিটেনের স্ট্রেইনে দেশে আক্রান্তের সংখ্যা ১৮৭ জন। এঁদের সংস্পর্শে আসা সকলকে পরীক্ষা করে আইসোলেশনে রাখা হয়েছে।
দঃ আফ্রিকার স্ট্রেইন ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে আমেরিকা সহ মোট ৪১ টি দেশে। ব্রিটেনের স্ট্রেইন ছড়িয়েছে মোট ৮২ টি দেশে। অন্যদিকে ৯ টি দেশে ছড়িয়ে পড়েছে করোনার স্ট্রেন।
ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বা হু এর তরফে জানানো হয়েছে, নতুন এই স্ট্রেনগুলি আরও বেশি সংক্রামক এবং দ্রুত ছড়িয়ে পড়তে সক্ষম। এমনকি এসব ক্ষেত্রে ভ্যাকসিনগুলি কম কার্যকর হতে পারে বলে জানাচ্ছে হু।
অন্যদিকে গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ৯ হাজার ১২১ জন। সব মিলিয়ে মঙ্গলবার সকাল পর্যন্ত দেশে নোভেল করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ১ কোটি ৯ লক্ষ ২৫ হাজার ৭১০। দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে ১ লক্ষ ৫৫ হাজার ৮১৩।
ইতিমধ্যেই গত ১৬ জানুয়ারি থেকে দেশজুড়ে শুরু হয়ে গিয়েছে করোনার টিকাকরণ অভিযান। এই আবহে এবার দেশের কোভিড গ্রাফও নিম্নমুখী। ধীরে ধীরে করোনার বিরুদ্ধে জয়ের দিকেই এগোচ্ছে দেশ। সরস্বতী পুজোর সকালের করোনা পরিসংখ্যানও সেকথাই বলছে।গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৮১ জনের।
লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'!
'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের।
কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.