সুস্থ হয়ে ফের জনসমক্ষে, বসন্ত পঞ্চমীতে শান্তিকুঞ্জের বাইরে পা রেখে কী বললেন শিশির অধিকারী?

নাতির ক্লাবের সরস্বতী পুজো মণ্ডপ উদ্বোধনে দেখা গেল শিশির অধিকারীকে। দীর্ঘদিন অসুস্থ থাকার পর নিজের বাড়ি থেকে বেরোলেন তিনি। বসন্ত পঞ্চমীতে ছোটো ছোটো পড়ুয়াদের অনুরোধ রাখতেই কাঁথির শান্তিকুঞ্জ থেকে বাইরে পা রাখলেন তৃণমূল সাংসদ শিশির অধিকারী। বাড়ির পাশেই আন্তরিক ক্লাব।

প্রতিমা আবরণ উন্মোচনের জন্য হাজির হন

কাঁথির প্রভাত কুমার কলেজের সংলগ্ন এলাকায় এই ক্লাবেই পুজো মণ্ডপের দ্বার উদঘাটন এবং প্রতিমা আবরণ উন্মোচনের জন্য হাজির হন তিনি। এই ক্লাবের সঙ্গে যুক্ত শিশিরবাবুর একমাত্র নাতি দেবদ্বীপ অধিকারী। তাই নিজে উপস্থিত থেকে এই উদ্বোধন করেন তিনি। ঢাক সহযোগে এবং আলোর রোশনাইতে এই পূজার উদ্বোধন হয়।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে কোনও রাজনৈতিক মন্তব্য করলেন না

এক খুদেকে সঙ্গে নিয়ে প্রদীপ জ্বালিয়ে সরস্বতী পূজার উদ্বোধন করেন কাঁথি লোকসভার তৃণমূল সাংসদ। পুজো মণ্ডপের উদ্বোধনের পর বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কোনও রাজনৈতিক মন্তব্য না করলেও সকলের মঙ্গলের জন্য কামনা করেন। এলাকার ছেলেমেয়েদের পড়াশোনা ভালো হওয়ার কামনা করেন বর্ষীয়ান এই সাসংদ।

ছাত্র-ছাত্রীদের অগ্রগতির জন্য এই পূজার আয়োজন

মণ্ডপের সাজানো এবং আলোক সজ্জার প্রশংসা করে তিনি বলেন, 'এলাকার ছেলেমেয়েদের পড়াশোনা ভালো হওয়ার এবং তাদের অগ্রগতির জন্য় এই পূজা আয়োজন করা।' উল্লেখ্য, শুভেন্দু অধিকারী তৃণমমূল ছেড়ে বিজেপিতে যআওয়ার পর থেকেই দলে শিশিরবাবুকে কোণঠাসা করার চেষ্টা করে হয়েছে বিভিন্ন ভাবে। তাঁর থেকে কেড়ে নেওয়া হয়েছে বিভিন্ন পদও। এই সময়ে মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোনও সভাতেই তাঁকে দেখা যায়নি।

মমতার ইশারাতেই দলে কোণঠাসা শিশির অধিকারী?

এর আগে এর আগে তৃণমূল কংগ্রেসের পূর্ব মেদিনীপুর জেলা সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল শিশির অধিকারীকে। তাঁর জায়গায় নতুন জেলা সভাপতি করা হয় সৌমেন মহাপাত্র। শিশির অধিকারীকে দলের পূর্ব মেদিনীপুর জেলা কমিটির চেয়ারম্যান করা হয়। এর আগে দিঘা-শংকরপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যানের পদ থেকে সরিয়ে দেওয়া হয় শিশির অধিকারীকে।

বামের থেকে বামপন্থী মমতা? বিজেপির 'লাল ভোট' ছিনিয়ে নিতে ছক তৃণমূল কংগ্রেসের

More SISIR ADHIKARI News