আমেদাবাদে ভারত-ইংল্যান্ড তৃতীয় টেস্টে ফের পরিবর্তন ইংল্যান্ড দলে। চেন্নাইয়ের চিপকে বিরাট কোহলির দলের কাছে ৩১৭ রানে হারার কিছুক্ষণের মধ্যেই ঘোষণা করা হয়েছে তৃতীয় টেস্টের ইংল্যান্ড দল। স্পিন বিভাগে আসছে পরিবর্তন।
শ্রীলঙ্কা সফরে সিরিজ জেতানো স্পিন জুটি ডম বেস ও জ্যাক লিচকেই চেন্নাইয়ের প্রথম টেস্টে খেলিয়েছিল ইংল্যান্ড। যদিও রোটেশন মেনে এবং বেস চেনা ছন্দে না থাকায় দ্বিতীয় টেস্টে লিচের সঙ্গী হন মঈন আলি। দুই ইনিংসেই তিনি চারটি করে উইকেট দখল করেন। দ্বিতীয় ইনিংসে হার যখন নিশ্চিত তখন ব্যাট হাতে ১৮ বলে ৪৩ রান করেন, তিনটি চার ও পাঁচটি ছয়ের সাহায্যে। যদিও মঈন আলি এবার দেশে ফিরে যাচ্ছেন বলে ইসিবি-র তরফে জানানো হয়েছে। গোলাপি টেস্টের জন্য ১৭ সদস্যের ঘোষিত দলে ফেরানো হয়েছে জনি বেয়ারস্টো ও মার্ক উডকে।
ঘোষিত ইংল্যান্ড দল: জো রুট (অধিনায়ক), জেমস অ্যান্ডারসন, জোফ্রা আর্চার, জনি বেয়ারস্টো, ডমিনিক বেস, স্টুয়ার্ট ব্রড, ররি বার্নস, জ্যাক ক্রলি, বেন ফোকস, ড্যান লরেন্স, জ্যাক লিচ, অলি পোপ, ডম সিবলি, বেন স্টোকস, অলি স্টোন, ক্রিস ওকস, মার্ক উড।
চেন্নাইয়ে জিতে দুইয়ে ভারত, ধোনিকে টপকানোর হাতছানিও বিরাটের সামনে