রাহুল গান্ধীকে কেরলের 'পরিযায়ী নেতা ' বলে কটাক্ষ বিজেপির! পদ্ম শিবিরের নেতা ব্যখ্যা করলেন 'কারণ'

ভোট আসতেই ক্রমেই পারদ চড়তে শুরু করেছে দেশের একাধিক রাজ্যে। চার রাজ্যের ভোট ও তার সঙ্গে কেন্দ্রশাসিত পুদুচেরিতে ভোট ঘিরেও রীতিমতো তোলপাড় রাজনীতি। এদিকে কেরলে বাম বনাম কংগ্রেস জোটের লড়াইয়ের মাঝে রাহুল গান্ধীকে একহাত নিতে ছাড়ছে না বিজেপি।

কেন রাহুলকে 'পরিযায়ী তকমা' ?

কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতা প্রহ্লাদ জোশী জানিয়েছেন, রাহুল গান্ধী কেরলের বুকে পরিযায়ী। লোকসভা ভোটের প্রসঙ্গ টেন প্রহ্লাদ যোশী বলেন, রাহুল আমেঠিতে জিততে পারেননি বলে কেরলে এসে ভোট জিতে সেখানের নেতা হতে চাইছেন। এছাড়াও কংগ্রেসকে ঘিরে একাধিক বক্তব্য তুলে ধরেছেন প্রহ্লাদ যোশী।

বিজেপির নিশানায় কেরলে কোন ভোট?

মূলত, বিজেপি কেরলে হিন্দু ভোটকে টার্গেট করে এগিয়ে যেতে চায়। তবে এসঙ্গেই ক্রিস্টান ভোটও নজরে রেখে বিজেপি চলছে। আর ক্রিস্টান ভোটব্যাঙ্ক দখলের দিকে নজর রেখে প্রহ্লাদ যোশী বলেন, রাহুল গান্ধী নিজের ধর্মীয় বিশ্বাসকে স্পষ্ট করুন।

কেরল কংগ্রেসকে টার্গেট

এদিকে, কেরল কংগ্রেসকে টার্গেট করে বিজেপি মেরুকরণের রাজনীতির প্রসঙ্গও টেনে আনে। বিজেপি প্রশ্ন তোলে কংগ্রেসের সঙ্গে জোটে থাকা মুসলিম লিগকে নিয়েই বা রাহুল গান্ধীর কী অবস্থান , তা স্পষ্ট করা হোক।

বিজেপির নিশানার জোড়া ফলা

এদিন, বিজেপির নিশানায় জোড়া ফলা হিসাবে বাম ও কংগ্রেসের দিকে টার্গেট করা হয়। প্রহ্লাদ বারবার তাঁর বার্তায় রাহুলকে কটা৭৮ করে বলেন, রাহুলের আশ্রয়স্থল কেরল। এদিকে, বাম ও কংগ্রেসের মধ্যে লড়াইয়ের মাঝে পড়ে কেরলে কোনও উন্নয়ন হচ্ছে না।

জোটের আলোচনা সফল, বাংলায় ভোট হবে ত্রিমুখী লড়াই, তৃণমূল-বিজেপিকে চ্যালেঞ্জ অধীরের

More RAHUL GANDHI News