তাপস রায়ের বক্তব্য
এর আগে বাঁকুড়ায় এক সভায় তৃণমূলের নেতা তাপস রায় বলেছেন, 'যদি কেউ বিজেপিকে আটকাতে পারেন, তিনি হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। .. মমতা বন্দ্যোপাধ্যায়কে ঠেকাতে খাল কেটে কুমীর আনবেন না।' তাঁর দাবি বিজেপিকে রোখা একা বামেদের সম্ভব নয়, বা একা কংগ্রেসেরও সম্ভব নয়। তৃণমূলের অরূপ খাঁর নাম তুলে তাপস রায় দাবি করেন যে বাম কংগ্রেসের মিছিলে তৃণমূল নেতারা দরকারে হাঁটবেন। এরপরই চড়ে রাজ্য রাজনীতির পারদ।
'তৃণমূল নেতারা কংগ্রেসে যোগ দিন'
এদিকে, অধীর চৌধুরী সংবাদসংস্থা এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে জানান, 'কেন কংগ্রেস বিজেপিকে রুখতে তৃণমূলকে সমর্থন করবে? এখনও অমেক সময় আছে। তৃণমূলের নেতারা দল ছেড়ে কংগ্রেসে যোগ দিন।'
অধীর তুললেন মমতা প্রসঙ্গ
উল্লেখ্য, এই প্রসঙ্গে অধীর চৌধুরী বলেন, যদি মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমা চাওয়ার রাস্তা নেন , তাহলে তাঁরা (কংগ্রেস) ভেবে দেখতে পারে। অধীর চৌধুরী বলেন,'আগে তৃণমূল ইউপিএর শরিক ছিল। মমতা নিজেই সেখান থেকে সমর্থন তুলে নেন।' আর সেই অঙ্ক ধরেই একুশের ভোটের আগে তৃণমূলের তরফে দেওয়া বার্তার জবাব দিলেন অধীর চৌধুরী।
'মমতা আত্মবিশ্বাসী নন'
অধীর চৌধুরীর দাবি, বঙ্গের নির্বাচন জেতার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় আত্মবিশ্বাসী নন। অধীরের দাবি, মমতা সমর্থকদের আস্থা হারাচ্ছেন। অন্যদিকে , জোটের ক্ষেত্রে তৃণমূলের হাত মেলানোর বার্তায় বামেরা বলছে 'যে তৃণমূল আমাদের ২০০ এর বেশি সমর্থককে খুন করেছে, তাদের সঙ্গে হাত মেলানো অসম্ভব।'