একুশের ভোটে প্রার্থী পদের 'ফর্ম' ২৫ হাজার টাকা দামে বিলি শুরু! দাক্ষিণাত্যে 'কমল' শিবিরে চমক

ভোটে দাঁড়াতে গেলে সহজেই প্রস্তাব দিলে চলবে না। রীতিমতো নির্দিষ্ট নিয়মে ফর্ম ফিল আপ করে অনুমোদন আসল তবেই প্রার্থী হিসাবে জায়গা পাওয়া যাবে। গোটা দাক্ষিণাত্যের একাধিক রাজনৈতিক দল এমনভাবেই এগিয়ে চলেছে। পিছিয়ে নেই 'মাক্কাল নিধি মাইয়াম'।

'কমল' ফ্যাক্টর ও 'মাক্কাল নিধি মাইয়াম'

তামিলনাড়ুর একুশের ভোটে দাঁড়াচ্ছে অভিনেতা থেকে নেতা হয়ে ওঠা কমল হাসানের দল 'মক্কাল নিধি মাইয়াম'। আর সেই পার্টিই এবার এআইএডিএমের মতো প্রার্থী পদের জন্য নেতাদের ফর্ম বিলি করেছে।

ফর্মের দাম কত?

তামিলনাড়ুর বুকে ২৫ হাজার টাকার বিনিময়ে এই ফর্ম বিলি করছে কমল হাসানের দল মাক্কাল নিধি মাইয়াম। এদিকে, ভোট স্ট্র্যাটেজি ঠিক করতে ব্যস্ত কমল হাসান। অন্যদিকে প্রার্থী পদের জন্য তাঁর দল এই মুহূর্তে ফর্ম বিলি তে ব্যাস্ত। ফর্মে জানাতে হবে কেন মক্কাল নিধি মাইয়ামের হয়ে একজন ব্যক্তি ভোটে লড়তে চান।

কমলের পার্টির চিহ্ন

এখনও পর্যন্ত যা খবর,তাতে 'টর্চ' চিহ্নে ভোটে দাঁড়াচ্ছে কমলের দল। এই চিহ্নেই লোকসভা ভোটে দাঁড়িয়েছে কমল হাসানের পার্টি। তামলনাড়ুর বুকে নতুন দল হিসাবে লোকসভা ভোটে এই পার্টির ভোট শেয়ার ছিল ৩.৭৭ শতাংশ।

বিজেপি বিরোধিতা ছাড়া আর কোন ইস্যু কমলদের সামনে?

মূলত, কেন্দ্রে মোদী সরকারের বিরোধিতায় রীতিমতো ক্ষোভ উগড়ে দিয়েছেন কমল হাসান। এছাড়াও তিনি বিজেপির তরফে তামিলদের ওপর 'হিন্দি ও সংস্কৃত'চাপিয়ে দেওয়ার বিরোধিতা শুরু করেন। আর সেই ইস্যু বিধানসভা ভোটেও কমলের সঙ্গে থাকছে।

মুক্তমনা ব্লগার অভিজিৎ রায়ের হত্যার দায়ে ৫ জনের ফাঁসির সাজা বাংলাদেশে

More KAMAL HASAN News