চোট সারিয়ে উঠেছেন শামি
গত ডিসেম্বরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অ্যাডিলেডে প্রথম টেস্ট চলার সময় হাতে চোট পেয়েছিলেন মহম্মদ শামি। ফলে সিরিজের বাকি তিনটি ম্যাচে তিনি খেলতে পারেননি। রিহ্যাবিলেশনের জন্য ভারতীয় ফাস্ট বোলারকে বেঙ্গালুরুর ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে পাঠানো হয়েছিল। সেখানে গত দুই মাসের ট্রেনিংয়ে শামি সুস্থ হয়ে উঠেছেন বলে এক রিপোর্টে দাবি করা হয়েছে।
কবে ফিরছেন শামি
বিসিসিআই-এর এক সূত্রের তরফে জানানো হয়েছে যে ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমি বা এনসিএ-র ডাক্তার ও ট্রেনারদের তত্ত্বাবধানে চোট সারিয়ে উঠেছেন মহম্মদ শামি। নেটে হাত ঘোরাতেও পারছেন ভারতীয় ফাস্ট বোলার। ফলে তাঁকে আহমেদাবাদে ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্টে রাখা হতে পারে বলে খবর।
ফিরছেন সাইনিও
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ চলাকালীন কুচকিতে চোট পেয়েছিলেন নভদীপ সাইনি। তাঁকেও ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমি বা এনসিএ-তে আনা হয়েছিল। চোট সারিয়ে তিনি পুরোপুরি সুস্থ বলে জানানো হয়েছে। ফলে আহমেদাবাদে ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্টে তাঁকেও রাখা হতে পারে বলে খবর।
ভারত ও ইংল্যান্ডের তৃতীয় টেস্ট
আগামী ২৪ ফেব্রুয়ারি থেকে আহমেদাবাদের মোতেরা স্টেডিয়ামে ভারত ও ইংল্যান্ডের মধ্যে তৃতীয় টেস্ট শুরু। দিন-রাতের ফর্ম্যাটে গোলাপী বলে এই ম্যাচ খেলা হবে। ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই আশা করছেন ক্রীড়াপ্রেমীরা।