বিচার ব্যবস্থাকে নিয়ে টুইট, রাজদীপ সারদেশাইয়ের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের

দেশের বিচারব্যবস্থার সমালোচনা করে টুইট করেছিলেন বিশিষ্ট সাংবাদিক রাজদীপ সারদেশাই। বিচারব্যবস্থার অবমাননার অভিযোগে রাজদীপের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করা হল সুপ্রিম কোর্টে। ফৌজদারি আইনের ধারায় স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করা হয়েছে। আস্থা খুরানা নামে এক ব্যক্তির আবেদনের প্রেক্ষিতে এই মামলা দায়ের করা হয়েছে।

এর আগেও রাজদীপ সারদেশাইয়ের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করার আবেদন জানানো হয়েছিল। কিন্তু ৫ মাস আগেই সেই আবেদন খারিজ করে দেন অ্যাটর্নি জেনারেল কেকে ভেনুগোপাল। এই মামলায় আবেদনকারী ২০২০ সালে রাজদীপ সারদেশাইয়ের করা ২টি টুইটের কথা উল্লেখ করেছে। একটি টুইট তিনি করেছিলেন প্রশান্ত ভুষণের আদালত অবমাননার মামলা নিয়ে। যখন প্রশান্ত ভূষণকে ১ টাকা জরিমানা করে শীর্ষ আদালত। দ্বিতীয় টুইটে রাজদীপ লিখেছিলেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি অরুণ মিশ্রকে নিয়ে।

গত কয়েকদিন আগেই রাজদীপ সারদেশাইয়ের টেলিভিশনে সম্প্রচার বন্ধ করে দেওয়া হয়েছিল। এই নিয়ে শোরগোল পড়ে যায় সাংবাদিক মহলে। সংবাদ মাধ্যমের কণ্ঠরোধ করতেই এই পদক্ষেপ করা হচ্ছে বলে অভিযোগ করা হয়েছিল। এই ঘটনা নিয়ে তীব্র প্রতিবাদ জানানো হয়েছিল বিভিন্ন মহলে।

More SUPREME COURT News