১৬ ফেব্রুয়ারি সোনার দাম কোথায় পৌঁছল! কলকাতায় দর কোথায় পৌঁছল দেখা যাক

সোনার দাম গত কয়েক দিনে রীতিমতো নিচে নামতে শুরু করেছে ঘরোয়া বাজারে। দামের খানিকটা উর্ধ্বগতি মাঝে সাঝে দেখা গেলেও তা গত বছরের অগাস্টের রেকর্ড ভাঙেনি। একনজরে দেখা যাক আজকে সোনার দাম কোথায় গেল।

সোনার দাম

সোনার দাম মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে এদিন ০.৩৭ শতাংশ বেড়েছে। ১০ গ্রামে এদিন সোনার দাম ৪৭,৪১৮ টাকা হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন , সোনার দাম আপাতত কমতিতে থাকলেও পরের দিকে তা উর্ধ্বমুখী হতে শুরু করবে। ফলে এখনই এই নিয়ে হতাশার কিছু নেই।

রুপোর দাম

এদিকে, রুপোর দামেও এসেছে চমক। সরস্বতী পুজোর দিন রুপোর দাম ০.৮৫ শতাংশ বেড়েছে। যার হাত ধরে রুপোর দাম ৭০,৭২৮ টাকা হয়েছে প্রতি কেজি হিসাবে।

সোনার দাম কলকাতায়

২২ ক্যারেটে এদিন সোনার দাম ৪৬,৭২০ টাকা। ২৪ ক্যারেটে সোনার দাম এদিন কল্লোলিনী তিলোত্তমায় দাঁড়িয়েছে ৪৯, ৪২০ টাকা।

অন্যান্য শহরে সোনার দাম

২২ ক্যারেটে সোনার দাম চেন্নাইতে ৪৪,৬৮০ টাকা। ২৪ ক্যারেটে দাম ৪৮, ৭৪০ টাকা। মুম্বইতে ২২ ক্যারেটে দাম ৪৬,২৩০ টাকা, ২৪ ক্যারেটে দাম হয়েছে ৪৭,২৩০ টাকা। দিল্লিতে ২২ ক্যারেটে সোনার দাম ৪৬,৪০০ টাকা, ২৪ ক্যারেটে দাম ৫০,৬২০ টাকা।

(তথ্য সূত্র-গুড রিটার্নস)

বার্লিনে ছড়িয়েছে কৃষক আন্দোলনের আঁচ ? জেনে নিন আসল সত্যি

More GOLD News