আর ২৪ ঘণ্টার মধ্যে লাদাখে প্যানগং এ 'ডিসএনগেজমেন্ট' শেষ করবে চিন! দ্রুত পিছু হঠছে লালফৌজ

ইতিমধ্যেই লাদাখে ২০০ টি চিনা যুদ্ধট্যাঙ্ক ১০০ কিলোমিটার পিছিয়ে গিয়েছে। লাদাখে প্যানগংয়ের পূ্র্ব সীমানা বরাবর চিন ক্রমাগত পিছু হঠতে শুরু করে দিয়েছে। গত মে মাস থেকে আগ্রাসন দেখানো চিন এবার ধীরে ধীরে ব্যাকফুটে যেতে চলেছে দুই দেশের ডিসএনগেজমেন্টের বার্তার সঙ্গে সঙ্গে।

প‍্যাংগং থেকে সেনা সরাচ্ছে চিন, ভিডিও প্রকাশ ভারতীয় সেনার
ব্যাকফুটে চিন!

ব্যাকফুটে চিন!

প্রসঙ্গত, ৮ ঘণ্টায় চিন তাদের ২০০ টি যুদ্ধ ট্যাঙ্ক সরিয়ে নিয়েছে প্যানগংয়ের এক প্রান্ত থেকে। জেটি, অস্থায়ী হেলিপ্যাড, টেন্ট সমস্ত কিছু ঝড়ের গতিতে গুটিয়ে নিয়ে চলে যাচ্ছে চিন। গত ২০২০ সালের মে মাস থেকে যে পদক্ষেপ লালফৌজ নিয়েছে, তার প্রেক্ষিতে চিন দ্রুততার সঙ্গে এভাবে এগিয়ে যাচ্ছে।

অবাক করা গতিতে পিছু হঠছে চিন!

প্রসঙ্গত, অবাক করা গতিতে পিছু হঠতে শুরু করেছে চিন। এই ঘটনার কথা এক বেসরকারী সংবাদমাধ্যমকে জানিয়েছে দিল্লির বেশ কিছু সূত্র। গত ১০ মাস ধরে ধীর ধীরে ভারতকে রক্তচক্ষু দেখিয়ে যে ঘুঁটি চিন সাজিয়েছিল, তা এভাবে চটজলদি সরিয়ে নেবে , তারা একথা অবাক করেছে অনেককে।

চিনের সঙ্গে সম্পর্ক এবার কোনদিকে?

বিশেষজ্ঞদের দাবি, চিনের সঙ্গে লাদাখ সংঘাত মিটমাট হয়ে গেলেও, বেজিং দিল্লি সম্পর্ক এক সহজে ঠিক হবে না। রাজনৈতিক বিশ্লেষ কদের দাবি দিল্লি কুব একটা সহজে এরপরেও চিনকে বিশ্বাসের জায়গা দেবে কি না, তা নিয়ে রয়েছে সন্দেহ।

কড়া নজরদারি ভারতের

এদিকে, চিনের গতিবিধির দিকে তাকিয়ে রয়েছে ভারত। কড়া নজরে লালফৌজের গতিবিধি দেখছে ভারতীয় সেনা। নজরদারি আকাশপথেও চলছে। কার বহু আগেই দেশের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জানিয়েছেন, চিন মুখে যা বলে তা করে না। ফলে সেই মন্তব্যে ভর করেই স্ট্র্যাটেজিতে শান দিচ্ছে ভারত।

ধৈর্যের পরীক্ষায় কুপোকাত চিন, প্যাংগং সো থেকে টেন্ট গুটিয়ে পিছু হঠছে লালফৌজের দল

More CHINA News