শট খেলার স্বাধীনতা
চিপকে ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে ১০৬ রানে ৬ উইকেট হারিয়ে ফেলেছিল ভারতীয় ক্রিকেট দল। সেখান থেকে ম্যাচ ঘুরে যায় ভারত অধিনায়ক বিরাট কোহলি ও স্পিনার রবিচন্দ্রণ অশ্বিনের দুর্দান্ত পার্টনারশিপে। দুই ক্রিকেটার জুটিতে ৯৬ রান তোলে। বিরাট তো বটেই, সাবলীল ছন্দে ইংল্যান্ড বোলারদের শাসন করেন অশ্বিনও। মইন আলি, জ্যাক লিচ, স্টুয়ার্ট ব্রডদের অনায়াসে সুইপ, কাট, ড্রাইভ মারেন ভারতীয় স্পিনার। তাঁকে এই শট খেলার স্বাধীনতা পিচের অন্যদিকে দাঁড়িয়ে থাকা বিরাট কোহলি দিয়েছেন বলে জানিয়েছেন অশ্বিন। অধিনায়কের সঙ্গে কথোপকথনে একথা নিজেই জানিয়েছেন ভারতীয় ক্রিকেটার।
অশ্বিনের পারফরম্যান্স
চিপকে ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে পাঁচ উইকেট নেন রবিচন্দ্রণ অশ্বিন। দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতেও কামাল করেন ভারতীয় স্পিনার। ১৪৮ বলে ১০৬ রানের অনবদ্য ইনিংস খেলেন অ্যাশ। ম্যাচের চতুর্থ ইনিংসে তিন উইকেট নিয়ে ভারতের জয় নিশ্চিত করেন রবিচন্দ্রণ অশ্বিন।
ভাষা খুঁজে পাচ্ছেন না অশ্বিন
একে ঘরের মাঠ চিপকে দুরন্ত পারফরম্যান্স, তার ওপর গ্যালারিতে বসা পরিবারের সদস্য, সবমিলিয়ে আবেগ চেপে রাখতে পারছেন না রবিচন্দ্রণ অশ্বিন। অধিনায়ক বিরাট কোহলিকে দেওয়া এক সাক্ষাৎকারে ভারতীয় স্পিনার জানিয়েছেন যে এই পারফরম্যান্সের পর তিনি কিছু বলার ভাষা হারিয়ে ফেলেছেন।
দিন-রাতের টেস্টেও ভাল পারফরম্যান্স করতে চান অশ্বিন
আগামী ২৪ ফেব্রুয়ারি থেকে আহমেদাবাদের মোতেরা স্টেডিয়ামে ভারত ও ইংল্যান্ডের মধ্যে তৃতীয় টেস্ট শুরু। দিন-রাতের ফর্ম্যাটে গোলাপী বলে এই ম্যাচ খেলা হবে। ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই আশা করছেন ক্রীড়াপ্রেমীরা। এই ম্যাচেও নিজের সেরাটা দিতে চান রবিচন্দ্রণ অশ্বিন।