ধৈর্যের পরীক্ষায় কুপোকাত চিন, প্যাংগং সো থেকে টেন্ট গুটিয়ে পিছু হঠছে লালফৌজের দল

পিছু হঠতে শুরু করে দিয়েছে বেজিং। শেষ পর্যন্ত আর ধৈর্য রাখতে পারল না তাঁরা। লাদাখের সীমান্ত বর্তী এলাকার ভিডিওতে দেখা গিয়েছে প্যাংগং সো হ্রদের তীরবর্তী এলাকা থেকে পিছু হঠতে শুরু করেছে চিনা ফৌজ। ভিডিওতে দেখা গিয়েছেন প্যাংগং সো হ্রদের তীরবর্তী এলাকা থেকে টেন্ট গুটিয়ে নিয়েছে চিনা ফৌজ। লাইন করে হাঁটতে হাঁটতে চিনা জওয়ানরা এগিয়ে চলেছে সেনা ট্রাকের দিকে।

সেনা সরাচ্ছে বেজিং

অবশেষে লাদাখ সীমান্তে থেকে সেনা সরানো শুরু করল বেজিং। লাদাখের নতুন ভিডিওতে দেখা গিয়েছেন প্যাংগং হ্রদের তীরবর্তী এলাকা থেকে তাবু গুটিয়ে ফেলেছে লালফৌজ। লাইন ধরে চিনা জওয়ানরা হেঁটে চলেছে মাল পত্র নিয়ে দাঁড়িয়ে থাকা ট্রেকের দিকে। সেনা বাহিনীর যে ট্রাকে করে জওয়ানদের একজায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া হয় সেই ধরনের ট্রাকের দিকে এগিয়ে যাচ্ছে জওয়ানরা। ভারতীয় সেনার পক্ষ থেকে চিনাবাহিনীর গতিবিধির একাধিক ভিডিও প্রকাশ করা হয়েছে। সেগুলি দেখা যাচ্ছে ভিডিওতে।

ভারত-চিন সংঘাত

দীর্ঘ এক বছর ধরে লাদাখ সীমান্তে চিনা বাহিনীর সঙ্গে ভারতীয় সেনার সংঘাত চলছে। প্যাংগং সো হ্রদের তীরবর্তী এলাকা দখল নিয়ে অনড় অবস্থানে ছিল চিন। এই নিয়ে দুই দেশের মধ্যে প্রবল উত্তেজনা তৈরি হয়েছিল। প্রায় দুই দেশের বাহিনীর মধ্যে যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছিল লাদাখ সীমান্তে। নিয়ন্ত্রণ রেখা অমান্য করার অভিযোগ উঠেছিল িচনা জওয়ানদের বিরুদ্ধে। এই নিয়ে দুই দেশের সম্পর্তে চির ধরতে শুরু করে। একাধিক আলোচনা ব্যর্থ হয়েছে দুই দেশের মধ্যে। নেতা পর্যায়ে প্রায় ৯ দফা বৈঠক হয়েছে ভারত ও চিনের মধ্যে।

সেনা সরাতে সম্মতি

দীর্ঘ কূটনৈতিক আলোচনার পর সেনা সরাতে সম্মতি জানিয়েছে বেজিং। এমনই বার্তা দিয়েছেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। ফিঙ্গার ৪ ও ফিঙ্গার ৮ নিয়ে দুই দেশের মধ্যে টানাপোড়েন তৈরি হয়েছিল। এই ফিঙ্গার পয়েন্টেই হেলিপ্যাড,জেটি তৈরি করেছিল চিনা জওয়ানরা। ধীরে ধীরে সেগুলি নষ্ট করে দিয়েছে তারা। প্যাংগং সো হ্রদের উত্তর তীরের জায়গাটি অনেকটা হাতের তালুর মতো। সেই এলাকার দখল ছাড়তে নারাজ ছিল চিনা বাহিনী। অনেকটা অপ্রত্যাশিত ভাবেই সেই এলাকায় দ্রততার সঙ্গে খালি করে দিচ্ছে লালফৌজ।

সরছে ট্যাঙ্ক, ফৌজ

প্যাংগং সো হ্রদের পাশ থেকে সরতে শুরু করেছে চিনা ফৌজ। কয়েকদিন আগে পর্যন্ত এই এলাকার দখলদারি নিয়ে অনড় অবস্থানে ছিল তারা। ভারতীয় সেনারা কিন্তু তাঁদের অবস্থানে থেকেই নজরদারি চালিয়ে যাচ্ছে। হঠাৎ করে চিনা ফৌজের এই পদক্ষেপে ইতিবাচক সাড়া মিলছে বলে মনে করছে ভারতীয় কূটনৈতিক মহল।

পিকে 'অন্য ভূমিকা’য় তৃণমূলে, একুশের নির্বাচনে কি ফায়দা লুটতে পারবেন মমতা

More INDIA News