ভারতে আক্রান্ত ১,০৯, ২৫, ৭১০
মঙ্গলবার সকালে সারা দেশে এখনও পর্যন্ত আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১,০৯, ২৫, ৭১০। নতুন করে আক্রান্ত হয়েছেন ৯, ১২১ জন। সক্রিয় আক্রান্তের সংখ্যা কমে হয়েছে ১,৩৬, ৮৭২।
বেড়েছে সুস্থতার হার
এদিন সকালে স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয়েছে, সারা দেশে এখনও পর্যন্ত ১০৬, ৩৩, ০২৫ জন সুস্থ হয়ে উঠেছেন। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ১১, ৮০৫ জন। এদিন সকালে সুস্থতার হার বেড়ে দাঁড়িয়েছে ৯৭. ৩২ %-এ। মৃত্যুর হার ১.৪৩%।
সংক্রমণ সব থেকে বেশি মহারাষ্ট্র, নবম স্থানে বাংলা
২৪ ঘন্টায় আক্রান্তের নিরিখে প্রথম স্থানে মহারাষ্ট্র । আক্রান্তের সংখ্যা ৩,৩৬৫। সুস্থ হয়েছেন ৩১০৫ জন। সেখানে সক্রিয় আক্রান্তের সংখ্যা ৩৬, ২০১। এখনও পর্যন্ত সেখানে মৃত্যু হয়েছে ৫১, ৫৫২ জনের। সেখানে ২৪ ঘন্টায় সেখানে ২৩ জনের মৃত্যু হয়েছে। ২৪ ঘন্টায় সংক্রমণের নিরিখে দ্বিতীয় স্থানে রয়েছে কেরল । এখানে ২৪ ঘন্টায় আক্রান্তের সংখ্যা ২,৮৮৪। ২৪ ঘন্টায় সেখানে ১৩ জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়েছেন ৫,০৭৩ জন। তৃতীয় স্থানে রয়েছে তামিলনাড়ু। ৪৫৫ জন আক্রান্ত হয়েছেন। ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ৬ জনের, সুস্থ হয়েছেন ৪৭৭ জন। ২৪ ঘন্টায় আক্রান্তের নিরিখে চতুর্থ স্থানে রয়েছে কর্নাটক। সেখানে ৩৬৮ জন আক্রান্ত হয়েছেন। সুস্থ হয়েছেন ৪৩০ জন। মৃত্যু হয়েছে ২ জনের। ২৪ ঘন্টায় আক্রান্তের নিরিখে পঞ্চম স্থানে ছত্তিশগড়। ২৭৪ জন আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ৫ জনের। সুস্থ হয়েছেন ৪৮৮ জন। ষষ্ঠ স্থানে রয়েছে গুজরাত । ২৪৯ জন আক্রান্ত হয়েছে। সুস্থ হয়েছেন ২৮০ জন। সপ্তম স্থানে রয়েছে মধ্যপ্রদেশ। সেখানে ২০৩ জন আক্রান্ত হয়েছেন। সুস্থ হয়েছেন ১৯৪ জন। মৃত্যু হয়েছে ৪ জনের। অষ্টমস্থানে রয়েছে দিল্লি। আক্রান্তের সংখ্যা ১৪১ জন। সুস্থ হয়েছেন ১৩৪ জন। মৃত্যু হয়েছে ২ জনের। নবমস্থানে রয়েছে বাংলা। আক্রান্তের সংখ্যা ১৩৩ জন। সুস্থ হয়েছেন ২৫৮ জন। মৃত্যু হয়েছে ১ জনের। তারপরেই রয়েছে হরিয়ানা আর তেলেঙ্গানা। মৃত্যুতে সারা দেশে মহারাষ্ট্র রয়েছে প্রথমস্থানে, কেরল রয়েছে দ্বিতীয়স্থান, তৃতীয় স্থানে রয়েছে তামিলনাড়ু (৬)। চতুর্থস্থানে রয়েছে ছত্তিশগড় (৫)। পঞ্চমস্থানে রয়েছে মধ্যপ্রদেশ (৪)। ষষ্ঠস্থানে কর্নাটক, দিল্লি, তেলেঙ্গানা, বিহার, অসম, ঝাড়খণ্ড, গোয়া(২)। সপ্তমস্থানে রয়েছে অন্ধ্রপ্রদেশ, বাংলা, ওড়িশা (১)-সহ একাধিক রাজ্য।
২৪ ঘন্টায় ৬, ১৫, ৬৬৪ টি স্যাম্পেল পরীক্ষা
আইসিএমআর-এর তরফে জানানো হয়েছে, গত ২৪ ঘন্টায় সারা দেশে ২৪ ঘন্টায় ৬, ১৫, ৬৬৪ টি স্যাম্পেল পরীক্ষা হয়েছে।
বিশ্বে আক্রান্ত, সুস্থ ও মৃত
এদিন সকালে বিশ্বে আক্রান্তের সংখ্যা ১০৯, ৬৭৫, ৫০৩ জন। এঁদের মধ্যে মৃত্যু হয়েছে ২, ৪১৮, ৭২৮ জনের। সুস্থ হয়েছেন ৮৪, ২১৫, ২০১ জন।