দিল্লিতে পেট্রোলের দাম
প্রসঙ্গত, দিল্লিতে পেট্রোলের দাম আজ ৮৯.২০ টাকা প্রতি লিটারে। গতকাল ৮৮.৯৯ টাকা ছিল এই জ্বালানির দাম। তবে দিল্লির তুলনায় মধ্যপ্রদেশ থেকে, মহারাষ্ট্র, রাজস্থানে পেট্রোলের দাম অনেকটাই বেশি।
মুম্বইতে জ্বালানির দাম
মুম্বইতে পেট্রোলের দাম ৯৫.৭৫ টাকা প্রতি লিটারে। অন্যদিকে মুম্বইতে ডিজেলের দাম লিটার প্রতি ৮৬.৭২ টাকা। প্রসঙ্গত, মায়ানগরীতে যেভাবে চড়চড় করে বেড়ে যাচ্ছে ডিজেলের দাম তাতে খুব শিগগিরিই মুম্বই এই দামে সেঞ্চুরী পার করতে পারে বলে মনে করা হচ্ছে।
দিল্লিতে ডিজেলের দাম
এদিন, অয়েল মার্কেটিং সংস্থাগুলি ডিজেলে ৩৫ পয়সা দাম বাড়িয়েছে লিচার প্রতি ফলে দিল্লির বুকে ডিজেলের দাম ৮০ টাকার কাছাকাছি। দেখতে গেলে, জ্বালানির দাম দিল্লিতে অন্যান্য মেট্রোর তুলনায় কম। দেশের ১৪ টি বড় শহরে ডিজেলের দাম ৮০ টাকার উপরে রয়েছে। যা নিঃসন্দেহে একটি উদ্বেগের ঘটনা বলে মনে করা হচ্ছে।
কলকাতায় পেট্রোল , ডিজেলের দাম
প্রসঙ্গত, কলকাতায় পেট্রোলের দাম লিটার প্রতি ৯০.৫৪ টাকা। এদিকে শহরে ডিজেলের দাম লিটার প্রতি ৮৩ টাকা পেরিয়েছে। অন্যদিকে চেন্নাইতে পেট্রোলের দাম ৯১.৪৫ টাকা রয়েছে। বেঙ্গালুরুতে ৯২ পেরিয়েছে পেট্রোলের দাম। জয়পুরে পেট্রোল ১ লিটারে ৯৫.৭৫ টাকা।