মধ্যপ্রদেশে বড়সড় পথ দুর্ঘটনা! নিয়ন্ত্রণ হারিয়ে খালে বাস, ৩০ জনের মৃত্যু

মধ্যপ্রদেশের সিদ্ধিতে বড়সড় পথ দুর্ঘটনা। সাতনাগামী একটি বাস সিধিতে রামপুর নাইকিন থানা এলাকার পাটনা ব্রিজের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায়। দুর্ঘটনায় ৩০ জনের মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে পাওয়া তথ্য অনুযায়ী, বাসটিতে প্রায় ৫৫ জন যাত্রী ছিলেন।

দুর্ঘটনাস্থান থেকে ৭ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে বলে জানা যাচ্ছে। উদ্ধারকাজ এখনও চলছে। বাসটি সাতনার দিকে যাচ্ছিল। পাটনা ব্রিজের কাছে নিয়ন্ত্রিত হারিয়ে উল্টে যায় বাসটি এবং খালে পড়ে যায়। দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে প্রশাসনিক দল দুর্ঘটনাস্থানে পৌঁছায়। তড়িঘড়ি শুরু হয় উদ্ধার কাজ।

দুর্ঘটনার খবর পৌঁছায় মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের কাছেও। সিধি এলাকার কালেক্টরের সঙ্গে কথা বলেন তিনি। উদ্ধারকাজ আরও দ্রুতগতিতে করার জন্য নির্দেশ দেন শিবরাজ সিং চৌহান। বাণসাগর বাঁধ থেকে খালের দিকে আসা জল বন্ধ করার জন্যও নির্দেশ দেন। মধ্যপ্রদেশের বিপর্যয় মোকাবিলা বাহিনী ইতিমধ্যেই দুর্ঘটনাস্থানে পৌঁছেছে। দুর্ঘটনাগ্রস্ত যাত্রীদের উদ্ধারের জন্য খালে ডুবুরি নামানো হয়েছে।

More ACCIDENT News