ছিকে ছিঁড়ল না দীনেশের, গুজরাতের ২টি রাজ্য সভা আসনে কাদের মনোনয়ন দিল বিজেপি

বড় আশা করেছিলেন। কিন্তু বাস্তবে হল উল্টোটা। দীনেশকে বাদ দিয়েই গুজরাতের রাজ্যসভা আসনে ২ জনকে মনোনয়ন দিল বিজেপি। দীনেশের তৃণমূল ছাড়ার নেপথ্যে গুজরাতের রাজ্যসভার আসন ছিল বলে মনে করছিল রাজনৈতিক মহল। কিন্তু বাস্তবে ঘটেছে উল্টোটা। রাজনৈতিক সমীকরণ সম্পূর্ণ উল্টে গিয়েছে হঠাৎ করে।

গুজরাতে রাজ্যসভায় মনোনয়ন বিজেপির

গুজরাতের রাজ্যসভার আসনে কাদের মনোনিত করবে বিজেপি তার দিকে তাকিয়ে ছিল রাজনৈিতক মহল। তার কারণ ছিলেন সদ্য তৃণমূল কংগ্রেস থেকে বেরিয়ে আসা রাজ্যসভার সাংসদ দীনেশ ত্রিবেদী। অবশেষে রাজ্য সভা আসনে ২টি মনোনয়ন দিয়েছে বিজেপি। ওবিসি মোর্চার সভাপতি দীনেশ অনবৈদ্য এবং রাম মোকারিয়া। ১ মার্চ রাজ্যসভায় গুজরাতের ২টি আসনে ভোটাভুটি।

দীনেশ সমীকরণ মিলল না

তৃণমূল কংগ্রেস থেকে নজিরবিহীন ভাবে পদত্যাগকারী সাংসদ দীনেশ ত্রিবেদীর নাম গুজরাতের রাজ্যসভার আসনে মনোনিত হতে পারে বলে জল্পনা শুরু হয়েছিল। সেই আসনকে টার্গেট করেই দীনেশ ত্রিবেদী রাজ্যসভায় তৃণমূল কংগ্রেস ছাড়ার কথা ঘোষণা করেছিলেন বলে মনে করছিল ওয়াকিবহাল মহল। কারণ দীনেশের পদত্যাগের দিনেই গুজরাতের রাজ্যসভার দুটি আসনে নির্বাচনের বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল। দীনেশ নিজে গুজরাতি। তাই একুশের ভোট টার্গেট করে দীনেশকে গুজরাতের একটি আসনে বিজেপি মনোনয়ন দিতে পারে বলে জল্পনা শুরু হয়েছিল।

দীনেশর পদত্যাগ

নজিরবিহীন ভাবে দীনেশ ত্রিবেদী রাজ্যসভায় তৃণমূল কংগ্রেস ছাড়ার কথা ঘোষণা করেন। পুরোটাই পূর্ব পরিকল্পতি ছিল সেটা তাঁর সিদ্ধান্তেই স্পষ্ট হয়ে গিয়েছে। দীনেশের পদত্যাগ নিয়ে একফোঁটা আঁচ পায়নি তৃণমূল কংগ্রেস। সুপরিকল্পিত ভাবেই দলের প্রতি ক্ষোভ উগরে দিয়ে দীনেশ ত্রিবেদী পদত্যাগের কথা ঘোষণা করেন। তারপরেই তাঁর বিজেপিতে যোগ দেওয়ার জল্পনা শুরু হয়েছে।

বিজেপিতে স্বাগত

দীনেশ ত্রিবেদী তৃণমূল কংগ্রেস ছাড়ার কথা ঘোষণা করে দাবি করেছিলেন দলে তাঁর দমবন্ধ হয়ে আসছে। কথা শোনার কেউ নেই। অন্তরাত্মার ডাকে সাড়া দিয়ে তাই দল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে। পিকে টিমকে আক্রমণ করে দীনেশ অভিযোগ করেছিলেন পুরো তৃণমূল কংগ্রেস দলটাই এখন কোম্পানিতে পরিণত হয়েছে। দলনেত্রীর হাতে দলের রাশ নেই বলে অভিযোগ করেছিলে। দীনেশের পদত্যাগের পর তাঁকে বিজেপিতে সআসার আহ্বান জানিয়েছিলেন দিলীপ ঘোষ, অর্জুন সিং,শুভেন্দু অধিকারী,রাজীব বন্দ্যোপাধ্যায়রা।

টুলকিট মামলায় দিশা রবির গ্রেফতারি বেআইনি! দিল্লি পুলিশকে নোটিশ মহিলা কমিশনের

More BJP News