ভুল থেকে শিক্ষা নিয়েছেন বিরাট
চেন্নাইয়ের চিপকে ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ইনিংসে কোনও রান না করেই সাজঘরে ফিরে গিয়েছিলেন বিরাট কোহলি। মইন আলির বলে বোল্ড হয়েছিলেন ভারত অধিনায়ক। সেটা যে তাঁর ভুল ছিল এবং সেখান থেকে যে তিনি শিক্ষা নিয়েছেন, তা স্বীকার করেছেন বিরাট কোহলি।
দ্বিতীয় ইনিংসের রণনীতি
ইংল্যান্ডের বিরুদ্ধে দুর্দান্ত জয়ের পর বিরাট কোহলি জানিয়েছেন যে প্রথম ইনিংসের ভুল থেকে শিক্ষা নিয়ে দ্বিতীয় পর্বে তিনি ব্যাট করতে নেমেছিলেন। নিজের ডিফেন্স ক্ষমতার ওপর তাঁর আস্থা ছিল বলেও জানিয়েছেন ভারত অধিনায়ক। সেই মতো তিনি রণনীতি তৈরি করে মাটি কামড়ে পড়েছিলেন বলে জানিয়েছেন বিরাট কোহলি।
দুর্দান্ত ঋষভ পন্থ
টেস্টে ব্যাটসম্যান হিসেবে ঋষভ পন্থ কতটা ভয়ঙ্কর হতে পারে, তার প্রমাণ অস্ট্রেলিয়ায় পাওয়া গিয়েছে। ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধেও স্বমহিমায় ভাস্বর ব্যাটসম্যান পন্থ। কিন্তু জো রুটদের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে উইকেটরক্ষক হিসেবে ঋষভের যে দক্ষতা ফুটে ওঠেছে, তাতে মুগ্ধ হয়েছেন বিরাট কোহলি। তবে পন্থকে আরও দক্ষ হতে হবে বলে মনে করেন ভারত অধিনায়ক।
অক্ষরের জন্য খুশি বিরাট
জীবনের প্রথম টেস্ট খেলতে নেমেই চমকে দিয়েছেন অল রাউন্ডার অক্ষর প্যাটেল। চতুর্থ ইনিংসে পাঁচ উইকেট নিয়ে কার্যত তিনি একাই ইংল্যান্ডের ব্যাটিং বিভাগকে ধ্বংস করেছেন। অক্ষরের এই সাফল্যে গর্বিত হয়েছেন বিরাট কোহলি। প্যাটেলকে ভারতীয় ক্রিকেটের ভবিষ্যত বলেও আখ্যা দিয়েছেন অধিনায়ক।
দর্শক ফেরায় আপ্লুত
করোনা ভাইরাসের জেরে চেন্নাইয়ের চিপকে ভারত বনাম ইংল্যান্ডের প্রথম টেস্ট চলাকালীন স্টেডিয়ামে দর্শকরা প্রবেশ করার অনুমতি পাননি। দ্বিতীয় টেস্টে সেই নিষেধাজ্ঞা উঠিয়ে দেওয়া হয়। ফলে ঘরের মাঠে দর্শকদের চিৎকারের মাঝে খেলতে পেরে ভারতীয় ক্রিকেটাররা আপ্লুত বলে জানিয়েছেন বিরাট কোহলি।