'আন্দোলন করানো হচ্ছে, চাকরি দেওয়া হচ্ছে, এর পিছনে সুক্ষ্ম রাজনীতি', দিলীপ ঘোষের নিশানায় বাম-তৃণমূল

বামেদের আন্দোলনে মইদুল ইসলাম মিদ্যার মৃত্যুর পর সরকারের তরফে তাঁর পরিবারকে চাকরির প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। এদিন বামেদের নবান্ন অভিযান ঘিরে ক্রমেই রাজ্যে উঠে আসতে শুরু করেছে একাধিক ঘটনা। এবার সেই প্রসঙ্গ তুলে বক্তব্য রাখেন বঙ্গ বিজেপি প্রধান দিলীপ ঘোষ।

বিজেপি কর্মীদের মৃত্যু নিয়ে সরব দিলীপ ঘোষ

' মৃত্যু তো দুর্ভাগ্যজনক। রাজনীতিতে আন্দোলন-লাঠি- মৃত্যু নতুন কিছু নয়। আমাদের ১৩৫ জন মারা গিয়েছেন। খুন করা হয়েছে। তখন কোনও আন্দোলন , কোনও চাকরির কথা বলা হয়নি। আমাদের কর্মীদের দায়িত্ব আমরা নিয়েছি। ' এই বক্তব্যের হাত ধরেই ফের একবার চেনা মেজাজে তৃণমূলের দিকে আক্রমণ শানান বঙ্গ বিজেপি প্রধান দিলীপ ঘোষ।

'সুক্ষ্ম রাজনীতি' প্রসঙ্গ তুলে মমতাকে খোঁচা

বামেদের আন্দোলনে তৃণমূলের মদতের ইঙ্গিত দিয়ে দিলীপ ঘোষের বার্তা 'এই আন্দোলন করানো হচ্ছে। লাভ তোলা হচ্ছে। চাকরি দেওয়া হচ্ছে। এর পিছনে সুক্ষ্ম রাজনীতি রয়েছে। ' এপ্রসঙ্গে বামেদের সঙ্গে তৃণমূলের গোপন যোগের অভিযোগে সরব হয়েছেন দিলীপ ঘোষ।

দিলীপের মন্তব্য

'সিপিএম , কংগরেসকে দিয়ে আন্দোলন করানো, লাঠি চালানো, প্রচার করা.. কর্মী মারা গিয়েছে দুর্ভাগ্যের। সঙ্গে সঙ্গে সঙ্গে চাকরি দেওয়া। জানা নেই তৃণমূলে যাঁরা মাারা গিয়েছেন, তাঁদের পরিবারকে চাকরি দেওয়া হয়েছে কি না। ' এই মন্তব্যে তৃণমূলকে কটাক্ষ করেন দিলীপ ঘোষ।

'স্যালাইন দেওয়ার রাজনীতি'

দিলীপ ঘোষ, এদিন একধাপ এগিয়ে বলেন, 'এই যে স্যালাইন দেওয়ার রাজনীতি চলছে পশ্চিমবঙ্গে, বোঝাই যাচ্ছে, এর পিছনে কী রহস্য রয়েছে। ' এই বক্তব্যের পরই দিলীপ ঘোষ আক্রমণ শানিয়ে বলেন, 'আপনারা ঠিক করে নিন কে কার সঙ্গে লড়বেন। তারপর আমাদের সামেন আসুন।'

নবান্ন অভিযানে যুবনেতার মৃত্যু, নির্বাচনের আগে টানা কর্মসূচি বামেদের

More DILIP GHOSH News