বাড়ছে আতঙ্ক, ব্রিটেনের স্ট্রেনের পর ভারতে ঢুকে পড়ল দক্ষিণ আফ্রিকা-ব্রাজিলের মারণ করোনা

দেশজোড়া টিকাকরণের মাঝেও গোটা দেশে কিছুতেই কমছে না করোনা উদ্বেগ। ব্রিটেনের নয়া করোনা স্ট্রেনের পর এবার ভারতে ঢুকে পড়ল দক্ষিণ আফ্রিকা ও ব্রাজিলের নয়া স্ট্রেন। এদিন একথা সরকারি ভাবে জানায় কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। আর তাতেই ফের দেশজুড়ে মাথাচাড়া দিচ্ছে নতুন আতঙ্ক। এদিকে স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুসারে ভারতে থাকা চার ব্যক্তির শরীরে ইতিমধ্যেই দক্ষিণ আফ্রিকার নয়া করোনা স্ট্রেনের দেখা মিলেছে। পাশাপাশি ১ জনের শরীরে পাওয়া গিয়েছে ব্রাজিলের নয়া করোনা স্ট্রেন।

এদিকে সরকারি তথ্য মধ্যে, এখনও পর্যন্ত দেশের ১৮৬ জনের শরীরে ব্রিটেনের নয়া করোনা স্ট্রেনের হদিশ মিলেছে। প্রসঙ্গত উল্লেখ্য, গত বছরের মার্চে প্রথম সংক্রমণ শুরু পর থেকে এখনও পর্যন্ত দেশে করোনা আক্রান্ত হয়েছেন ১ কোটি ৯২ লক্ষের বেশি মানুষ। মারা গিয়েছেন ১ লক্ষ ৫৫ হাজারের বেশি মানুষ। এদিকে টিকাকরণের নিরিখে আবার বিশ্বের সমস্ত দেশকে ইতিমধ্যেই পিছনে ফেলে দিয়েছে ভারত। সরকারি পরিসংখ্যান বলছে প্রথম ও দ্বিতীয় ডোজ মিলিয়ে এখনও পর্যন্ত দেশে করোনা টিকা পেয়েছেন ৮৭ লক্ষ ৪০ হাজার ৫৯৫ জন।

একইসাথে এখনও পর্যম্ত করোনা টিকার শুধুমাত্র প্রথম ডোজ পেয়েছেন ৮৫ লক্ষ ৬৯ হাজারের বেশি মানুষ। সেখানে দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ১ লক্ষ ৭০ হাজারের বেশি মানুষ। মঙ্গলবারে করোনা বুলেটিনে এই পরিসংখ্যানই দিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। একইসাথে ১৪টি রাজ্য ইতিমধ্যেই ৭০ শতাংশ প্রথমসারির স্বাস্থ্যসেবা কর্মীকে করোনা টিকার প্রথম ডোজ দিয়ে ফেলেছে বলে জানান স্বাস্থ্য মন্ত্রকের সেক্রেটারি রাজেশ ভূষণ।

টুলকিট মামলায় দিশা রবির গ্রেফতারি বেআইনি! দিল্লি পুলিশকে নোটিশ মহিলা কমিশনের

More CORONAVIRUS News