সুপ্রিম কোর্টে ওটিটি তরজা, দেশজোড়া বিতর্কের মাঝে আমাজন-নেটফ্লিক্স নিয়ন্ত্রণে কী ভাবছে কেন্দ্র?

জল্পনা চলছিল বেশ কিছুদিন ধরেই। অবশেষে এবার সুপ্রিম কোর্টেও জমে উঠল ওটিটি তরজা। কেন্দ্রেকে কড়া নির্দেশও দিল শীর্ষ আদালত। প্রসঙ্গত উল্লেখ্য, নেটফ্লিক্স, আমাজন সহ একাধিক ওভার দ্য টপ (ওটিটি) প্ল্যাটফর্মে অশ্লীলতা ও বিতর্কিত বিষয়বস্তুতে রাশ টানতে কয়েকমাস আগে থেকেই তোড়জোর শুরু করে কেন্দ্র। বর্তমানে সেই কাজ কতদূর এগলো তাই কেন্দ্রের কাছে জানতে চাইল সুপ্রিম কোর্ট।

সুপ্রিম তোপে কেন্দ্র

এদিকে বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্মে সংবেদনশীল বিষয়বস্ত প্রচারের ক্ষেত্রে যে কড়া পদক্ষেপ গ্রহণ করতে চলেছে কেন্দ্রে সেই ইঙ্গিত আগেই মিলতে শুরু করেছিল। এমনকী এর জন্য দ্রুত নির্দেশিকাও আনা হচ্ছে বলে কিছুদিন আগেই সংসদে জানান কেন্দ্রীয় তথ্য-সম্প্রচার মন্ত্রী। এবার এরই মাঝে শীর্ষ আদলতে ওটিটি নিয়ে মামলা শুনানিতে কড়া বার্তায় আরও চাপ বাড়ল কেন্দ্রের উপর, এমনটাই মত ওয়াকিবহাল মহলের।

৬ সপ্তাহের মধ্যে হলফনামা জমার নির্দেশ

সূত্রের খবর, এদিন ওটিটি প্ল্যাটফর্মে নিয়ন্ত্রণ সংক্রান্ত এক মামলায় কেন্দ্রের তীব্র সমালোচনা করতে দেখা যায় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এসএ বোবদে, বিচারপতি এএস বোপান্না এবং ভি রামা সুব্রামানিয়ানকে। এমনকী এই বিষয়ে আগামী ৬ সপ্তাহের মধ্যে কেন্দ্রকে চূড়ান্ত হলফনামাও জমা করতে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। এদিকে শুনানি চলাচালীন সরকার পক্ষের সলিসিটার জেনারেল সঞ্জয় জৈন সুপ্রিম কোর্টে জানান ওটিটি প্ল্যাটফর্মগুলিতে নিয়ন্ত্রণের বিষয়ে ভাবনা চিন্তা শুরু করেছে সরকার।

দেড় মাসের সময়সীমা বেঁধে দিল শীর্ষ আদালত

কিন্তু উপযুক্ত তথ্যদি জমা করতে না পারায় এদিন সঞ্জয় জৈনের উপরেও রুষ্ট হন শীর্ষ আদালতের বিচারপতিরা। তাঁদের সাফ বক্তব্য, শুধু ভাবনা চিন্তাতেই কাজ হবে না, কাজ করে দেখাতে হবে।এমনকী বিষয়ে দায়ের হওয়া জনস্বার্থ মামলার যথাযথ জবাব ও ব্যবস্থা গ্রহণের জন্য দেড় মাসের সময়সীমাও বেঁধে দেয় সুপ্রিম কোর্ট। যা নিয়ে বিভিন্ন মহলে শুরু হয়েছে তীব্র চাপানৌতর।

অক্টোবরের শেষ রায়ে কী বলেছিল সুপ্রিম কোর্ট ?

এদিকে ওটিটি প্ল্যাটফর্মে সরকারি নিয়ন্ত্রণ ও ‘অপসংস্কৃতি' রোধের দাবি গত সাম্প্রতিককালে দেশের বিভিন্ন প্রান্তে দায়েক হয়েছে একাধিক জনস্বার্থ মামলা। এমনকী সুপ্রিম কোর্টেও একটি জনস্বার্থ মামলা দায়ের করতে দেখা যায় আইনজীবী শশাঙ্ক শেখর ঝা এবং অপূর্ব আরহাতিয়াকে।এমনকী এই বিষয়ে ব্যবস্থা গ্রহণের জন্য এর আগে গত বছরের অক্টোবরের ১৫ তারিখ কেন্দ্রের তথ্য-সম্প্রচার মন্ত্রক ও টেলিকম মন্ত্রকে বিশেষ নির্দেশও দেয় সুপ্রিম কোর্ট।

আর ২৪ ঘণ্টার মধ্যে লাদাখে প্যানগং এ 'ডিসএনগেজমেন্ট' শেষ করবে চিন! দ্রুত পিছু হঠছে লালফৌজ

More NETFLIX News