এই ভারত বিপজ্জনক
ভন মনে করছেন, এই টেস্টের পর সিরিজ অনেকটাই কঠিন হয়ে গেল ইংল্যান্ডের পক্ষে। সিরিজে পিছিয়ে পড়েও বিরাট কোহলির দল যেভাবে কামব্যাক করেছে তাতে সেই কৃতিত্ব একেবারেই খাটো করতে চাননি প্রাক্তন ইংরেজ অধিনায়ক। তিনি বলেন, আমি জানি আমেদাবাদে আগামী সপ্তাহে গোলাপি বলে টেস্ট হবে। তবে ইংল্যান্ডের কাজ অনেকটাই কঠিন হয়ে গেল। পিচ ভালো ছিল না, আম্পায়ারিং নিয়েও অনেক আলোচনা হচ্ছে। তবে সিরিজে পিছিয়ে পড়েও ভারত সত্যিই ভালো ক্রিকেট খেলেছে। অস্ট্রেলিয়া সিরিজেও একইভাবে ভারত কামব্যাক করেছিল। সেই ঘটনার পুনরাবৃত্তি ইংল্যান্ডের পক্ষে সত্যিই বিপজ্জনক।
সব বিভাগেই এগিয়ে ভারত
চেন্নাই পিচ নিয়ে নিজের অসন্তোষ গোপন না করলেও ভন বলেন, এই উইকেটে খেলার বিষয়ে ভারতীয়রা অনেক বেশি দক্ষতা দেখিয়েছেন। স্পিন সহায়ক পিচে ভালো খেলেন এমন অনেক ক্রিকেটার রয়েছেন ভারতীয় দলে। ভারতীয় স্পিনাররাও ইংল্যান্ডের চেয়ে অনেক এগিয়ে। বোলিংয়ে বৈচিত্র্য আনার ক্ষেত্রে তাঁরা ধারাবাহিকতা দেখিয়েছেন। জ্যাক লিচ ভালো বোলিং করলেও একই ধরনের বল করে গিয়েছেন, ব্যাটসম্যানদের চাপে ফেলতেও পারেননি সেই অর্থে। সবমিলিয়ে এই সপ্তাহ ইংল্যান্ডের পক্ষে মোটেই ভালো গেল না।
কাজ কঠিন রুটদের
মাইকেল ভন ইংল্যান্ডের সিরিজ জয় বা ড্র রাখার আশা না ছাড়লেও বলেছেন, কাজটা কঠিন হয়ে গেল। চার টেস্টের সিরিজ ১-১ এই অবস্থায় দুই দল আমেদবাদে পৌঁছাবে। অস্ট্রেলিয়ায় দিন-রাতের টেস্ট ভারতের পক্ষে সুখকর ছিল না। এই সব বিষয় মাথায় রেখে ভন বলেছেন, সিরিজ শুরুর আগে কেউ যদি বলতেন যে ১-১ অবস্থায় গোলাপি টেস্টে মুখোমুখি হবে দুই দল, সেটা আমার পক্ষে বিশ্বাস করা কঠিন হতেই পারতো। চেন্নাইয়ে ইংল্যান্ড ৩ সপ্তাহ ধরে রয়েছে। ফলে নতুন শহরে গিয়ে গোটা দল মানসিকভাবে তরতাজা অনুভব করতে পারে বলেও মনে করেন ভন। যদিও রুটদের সতর্কবাণী শুনিয়ে তিনি বলছেন, ইংল্যান্ডের কাজ কঠিন হয়ে গেল। এমন ছন্দে থাকা ভারতকে থামানো খুব, খুব কঠিন।