ফের ব্যাট হাতে মাঠ কাঁপাবেন হেডেন, স্থির হয়ে গেল দিন

এবার অস্ট্রেলিয়ার কিংবদন্তি ম্যাথু হেডেনের সঙ্গে সংযুক্ত নতুন গেমিং অ্যাপলিকেশনের শুভ সূচনা ঘটাতে চলেছে ক্রিয়েটিভ ম্যাঙ্কি গেমস। যার নাম রাখা হয়েছে হেডস৩৮০। যেটি মোবাইল ক্রিকেট গেমিং সেক্টরে বিপ্লব ঘটাবে বলে দাবি করা হয়েছে। আগামী এপ্রিলে অ্যাপলিকেশনটির সূচনা হবে।

অস্ট্রেলিয়ার জার্সিতে টেস্টে একাধিক রেকর্ড গড়েছেন ম্যাথু হেডেন। লাল বলের ফর্ম্যাটে প্রাক্তন অজি ওপেনারের সর্বোচ্চ স্কোর ৩৮০। তারই সম্মানে নতুন ক্রিকেট গেমিং অ্যাপলিকেশন তৈরি করা হয়েছে বলে জানানো হয়েছে। হেডেনের হাত ধরেই এই অ্যাপের উদ্বোধন হবে। www.haydos380.com ওয়েবসাইটে গেমের জন্য আগাম নথিভূক্ত করা যাবে।

ক্রিয়েটিভ মাঙ্কি গেমসের সিইও দীপক অরবিন্দের কথায়, ম্যাথু হেডেনের সঙ্গে সংযুক্ত হতে পেরে তাঁরা আপ্লুত। কোটি কোটি মানুষের কাছে এই অ্যাপ পৌঁছে দেওয়াই তাঁদের লক্ষ্য বলে জানিয়েছেন। হেডস৩৮০ ক্রিকেট প্রেমীদের বিনোদন করবে বলেই বিশ্বাস করেন ক্রিয়েটিভ মাঙ্কি গেমসের সিইও দীপক অরবিন্দ। সংস্থার সঙ্গে যুক্ত হতে পেরে আপ্লুত অস্ট্রেলিয় কিংবদন্তি ম্যাথু হেডেন। মাঠে না নেমেও ক্রিকেট খেলতে তিনি মুখিয়ে রয়েছেন বলে জানিয়েছেন হেডেন।

মুর্শিদাবাদঃ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ছাত্রছাত্রীদের গৃহে আজ বিদ্যার দেবী সরস্বতীর আরাধনা

More CRICKET News