অনবদ্য অশ্বিনের শতরান, কোহলির অর্ধশতরানে লিড ৪৫০ পার, পিচ বিতর্কে কড়া জবাব সানির

চেন্নাই টেস্টের তৃতীয় দিনেও দাপট দেখালেন রবিচন্দ্রন অশ্বিন। প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে ছয় উইকেট পাওয়ার পর গতকাল ৫ উইকেট পেয়ে মাঠ ছাড়েন। এরপর আজ দ্বিতীয় ইনিংসে দলের হয়ে সবচেয়ে বেশি রান করলেন। নিজের শহর চেন্নাইয়ের মাঠেও এটা টেস্টে তাঁর সর্বাধিক রান। যার সুবাদে ভারতের লিড ৪০০-র গণ্ডি পেরিয়ে গিয়েছে। চা বিরতিতে ভারতের স্কোর ছিল ৮ উইকেটে ২২১ রান। বল হাতে পাঁচ উইকেট পাওয়ার পর টেস্ট শতরান হাঁকিয়ে নজির গড়লেন রবিচন্দ্রন অশ্বিন। তাঁর আগের সব কটি শতরান এসেছিল ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। ইংল্যান্ডের বিরুদ্ধে তাঁর প্রথম টেস্ট শতরান এলো নিজের শহরে।চা বিরতির পর অশ্বিনকে স্টাম্প আউট করার সহজ সুযোগ নষ্ট করেন ইংল্যান্ডের উইকেটকিপার বেন ফোকস। ভারতের নবম উইকেট পড়েছিল ২৩৭ রানে। এরপর নিজের শহরে টেস্ট শতরানের লক্ষ্যে থাকা অশ্বিনকে যোগ্য সঙ্গত দিতে থাকেন মহম্মদ সিরাজ। তিনি একটা করে বল খেলছিলেন, দর্শকরা হাততালি দিয়ে তাঁকে উৎসাহিত করছিলেন। অন্য প্রান্তে তখন আত্মবিশ্বাসের সঙ্গে খেলছেন অশ্বিন। নার্ভাস নাইন্টিতে ঢুকেও ৯১ থেকে ৯৭-এ পৌঁছান মঈন আলির বলে দুরন্ত ছক্কা হাঁকিয়ে। আলির বলেই চার মেরে শতরান পূর্ণ করেন অশ্বিন। এটি তাঁর পঞ্চম টেস্ট শতরান।

দ্বিতীয় ইনিংসে ১ উইকেটে ৫৪ রান নিয়ে আজ শুরু করেন রোহিত শর্মা ও চেতেশ্বর পূজারা। দলের ৫৫ রানের মাথায় রান আউট হয়ে ফিরে যান পূজারা, করেন ৭। স্কোরবোর্ডে দলের রান যোগ হওয়ার আগে জ্যাক লিচের বলে স্টাম্প আউট হন রোহিত শর্মা। তিনি ফেরেন ২৬ রান করে। ৫৫ রানে ৩ উইকেট হারানোর পর রান তোলার গতি বাড়াতে অজিঙ্ক রাহানের আগে ঋষভ পন্থকে পাঠানো হয়। কিন্তু ৮ রান করে তিনিও লিচের বলে স্টাম্প আউট হয়ে ফেরেন। শুরুটা খারাপ না করলেও বড় রান পেতে ব্যর্থ রাহানেও। ১৪ বলে ১০ রান করে মঈন আলির শিকার হন তিনি। ৮৬ রানের মাথায় ভারতের পঞ্চম উইকেট পড়ে। ভারতের লিড ইতিমধ্যেই ৩০০ ছাড়িয়ে গিয়েছে। ৭ রান করে মঈন আলির শিকার অক্ষর প্যাটেল। এরপর বিরাট-অশ্বিনের জুটিতে ওঠে ৯৬ রান। ৭টি চারের সাহায্যে ৬২ রান করে আউট হন ভারত অধিনায়ক বিরাট কোহলি। প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও তাঁকে ফেরান মঈন আলি। ৩ রান করা কুলদীপ যাদবও আলির শিকার। মঈন আলি চারটি এবং জ্যাক লিচ তিনটি উইকেট দখল করেছেন।

মাইকেল ভন চিপকের উইকেটকে টেস্টের অযোগ্য বলেছিলেন। মার্ক বুচারও পিচের সমালোচনা করেছেন। তার পাল্টা দিয়েছেন প্রাক্তন ভারত অধিনায়ক সুনীল গাভাসকর। তিনি বলেন, এই পিচে রোহিত ১৫০-র বেশি রান প্রথম ইনিংসে করার পর গতকালও বলের কাছে গিয়ে ব্যাটিং করছিল। তাই পিচ নিয়ে সমালোচনা মানা যায় না। ইংল্যান্ড যখন সিমিং পিচ বানায়, অস্ট্রেলিয়া ৪৬ রানে গুটিয়ে যায়, তখন কেউ কোনও কথা বলে না। সব সময় ভারতের পিচ নিয়ে যা ইচ্ছা বলা হয়। বল ঘুরলেই যেন অনেকের সমস্যা! অনেকেই অনেক দেশকে পছন্দ করেন না। তাঁদের দ্বিচারিতাও জানি। কিন্তু রোহিত যেভাবে ব্যাটিং করেছে, ভারত ৩৩০-র কাছাকাছি রান তুলেছে, সেই পিচে খেলা যায় না এটা মানতে পারছি না। এটা চ্যালেঞ্জিং পিচ। ক্রিকেটে এটা হতেই পারে। প্রথম টেস্টে প্রথম দুই দিনে কার্যত বোলাররা কিছুই করতে পারেননি। অনেকে তখন বলছিলেন, এটা বোরিং, কিছুই হচ্ছে না, ব্যাট করা সহজ। এখানে একটু অন্যরকম হতেই অনেক কথা হচ্ছে, সব সময় অভিযোগ করা কাম্য নয়। রোহিত প্রথম ইনিংস ভালো ব্যাট করেছে। এমনকী ইংল্যান্ডের প্রথম ইনিংস গুটিয়ে যাওয়ার পরেও রোহিতের কোনও সমস্যা হয়নি ইংল্যান্ড স্পিনারদের সামলাতে। ইংল্যান্ডের স্পিনাররা অশ্বিনের তুলনায় পিছিয়ে, অশ্বিন বা অক্ষরের মতো সঠিক লাইন, লেংথে বল করেননি, এটা বলা যেতে পারে। কিন্তু এটা নিয়ে চর্চা চলতেই পারে কার যাঁর ব্যাটিং টেকনিক বা বোলিং স্কিল ভালো। পিচ নিয়ে বিতর্ক তৈরি না করে বরং সেটা নিয়ে আলোচনা হোক।

গাভাসকরের দাবিকে মান্যতা দিয়ে দ্বিতীয় ইনিংসে ভারতীয় ইনিংসে সবচেয়ে বেশি রান করেছেন অশ্বিন। সোশ্যাল মিডিয়াতেও ট্রেন্ডিং এখন অশ্বিনের ব্যাটিং। Ash Anna বলে অশ্বিনকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় মেতেছেন ক্রিকেটপ্রেমীরা। কেউ লিখেছেন, অশ্বিন সতীর্থদের বলেছেন দাদারা নয় আজ Ash Anna ভাই ব্যাটিং করবে। নানা মজাদার মিমে ছয়লাপ সোশ্যাল মিডিয়া।

More INDIA VS ENGLAND 2021 News