চেন্নাইয়ের চিপকে ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে চালকের আসনে রয়েছে ভারতীয় ক্রিকেট দল। শেষ দুই দিনে ম্যাচ জিততে ভারতের সামনে ইংল্যান্ডের সাত ব্যাটসম্যানকে আউট করার চ্যালেঞ্জ। তৃতীয় দিন ভাঙাচোরা চিপকে রবিচন্দ্রণ অশ্বিন ও অধিনায়ক বিরাট কোহলি যেভাবে ব্রিটিশ বোলারদের শাসন করেছেন, তাতে টিম ইন্ডিয়ার আত্মবিশ্বাস আকাশ স্পর্শ করেছে বলা চলে। সেই দাপটে খানিকটা হতাশ মাঠে অভিনব উপায়ে ক্লান্তি দূর করলেন ইংল্যান্ড অল রাউন্ডার বেন স্টোকস। তাঁর ভঙ্গি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
চিপকে ভারতীয় ক্রিকেট দলের দ্বিতীয় ব্যাটিং ইনিংসের ৬২ ওভার শুরু হতে যাচ্ছিল। ক্রিজে সেট হয়ে গিয়েছিলেন টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি ও অফ স্পিনার রবিচন্দ্রণ অশ্বিন। তাঁদের আউট করতে নাজেহাল হচ্ছিলেন ব্রিটিশ বোলাররা। ঠিক সেই সময়ই ক্যামেরার চোখে ধরা পড়ে বেন স্টোকসের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি। মাঠে হাতের ভরে হাঁটতে দেখা যায় ইংল্যান্ড অল রাউন্ডারকে। যে দেখে উচ্ছ্বাসে ফেটে পড়েন চিপকে তৃতীয় দিনের খেলা দেখতে আশা দর্শকরা।
Ben Stokes 😂😂😂 #INDvsENG #INDvENG pic.twitter.com/whsR6tkGuf
— Vijay Krishna (@UtdVijay) February 15, 2021
বেন স্টোকসের এই অবতার ঝড়ের গতিতে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। তা দেখে হাসি চেপে রাখতে পারেননি নেটিজেনরা। তবে ইংল্যান্ড সমর্থকদের কপালে কিন্তু চিন্তার ভাঁজ। এমএ চিদম্বরম স্টেডিয়ামের ভাঙাচোরা পিচে চতুর্থ ইনিংসে জো রুট শিবিরের সামনে ৪৮২ রানের লক্ষ্য খাড়া করেছে টিম ইন্ডিয়া। তৃতীয় দিনে শেষে তিন উইকেট হারিয়ে বেশ চাপে রয়েছে সফরকারী দল। ব্যাট করছেন ইংল্যান্ড অধিনায়ক জো রুট।