ফের শাস্তির মুখে এসসি ইস্টবেঙ্গল কোচ রবি ফাওলার। তাঁর সঙ্গেই লাল হলুদের সহকারী কোচ টনি গ্রান্টকেও শোকজ করল এআইএফএফের শৃঙ্খলারক্ষা কমিটি। হায়দরাবাদ এফসি-র ফুটবলারদের লক্ষ্য করে কটূক্তির অভিযোগ রয়েছে তাঁদের বিরুদ্ধে। আইএসএলের ম্যাচ অফিসিয়ালদের বিরুদ্ধে অবমাননাকর মন্তব্যের জন্য ইতিমধ্যেই পাঁচ ম্যাচের জন্য নির্বাসিত হয়েছেন ফাওলার।
হায়দরাবাদ এফসি-র ফুটবলারদের সঙ্গে তর্কাতর্কিতে জড়িয়ে পড়ার পাশাপাশি লাল হলুদের সহকারী তথা ফাওলারের অনুপস্থিতিতে দল পরিচালনার দায়িত্বে থাকা টনি গ্রান্ট সাংবাদিক সম্মেলনে ম্যাচ অফিসিয়াল ও হায়দরাবাদ এফসি-র হেড কোচকে উদ্দেশ করে আপত্তিজনক মন্তব্য করেছেন বলে অভিযোগ।
ফাওলারের বিরুদ্ধে গ্যালারি থেকেই বিপক্ষ দলের প্রতি অবমাননাকর কথাবার্তা বলার অভিযোগ উঠেছে। এর জেরেই ফাওলার ও গ্রান্টের জবাবদিহি তলব করেছে ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থার শৃঙ্খলারক্ষা কমিটি। ১৮ ফেব্রুয়ারির মধ্যে জবাব দিতে হবে ফাওলারকে। ১৭ ফেব্রুয়ারি বেলা ২টোর মধ্যে শোকজের জবাব দিতে বলা হয়েছে গ্রান্টকে।
ফাওলার যখন আগে পাঁচ ম্যাচ নির্বাসিত হয়েছিলেন তখনই বলা হয়েছিল ফের এমন ঘটনা ঘটলে কড়া শাস্তির মুখে পড়তে হবে। এই পরিস্থিতিতে নতুন ঘটনায় ফাওলারের জন্য কী অপেক্ষা করে রয়েছে সেদিকে তাকিয়ে ফুটবল মহল।
ভারত বনাম ইংল্যান্ড ২০২১ : হ্যাডলিকে ছুঁয়ে বথামের দিকে ছুটলেন দুর্দান্ত অশ্বিন