বাংলায় করোনা সক্রিয়ের সংখ্যা কমে চার হাজারেরও নিচে নেমে গেল। সোমবার দৈনিক করোনা বুলেটিনে জানানো হয়েছে বাংলায় মাত্র ১ জনের মৃত্যু হয়েছে। কোনও মৃত্যু নেই কলকাতা ও উত্তর ২৪ পরগনা-সহ শহরতলির কোনও জেলায়। শুধু পূর্ব বর্ধমানে এক জনের মৃত্যু হয়েছে। দৈনিক সংক্রমণ দেড়শোরও নিচে।
একনজরে বাংলার করোনা পরিসংখ্যান
স্বাস্থ্য দফতরের রিপোর্টে জানানো হয়েছে, বিগত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েছে ১৩৩ জন। মোট আক্রান্তের সংখ্যা গতদিন পর্যন্ত ছিল ৫ লক্ষ ৭২ হাজার ৫৯৫ জন। এদিন ১৩৩ জন বেড়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫ লক্ষ ৭২ হাজার ৭২৮ জন। রাজ্যে করোনা সংক্রমণে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১০২৩৩। এদিন মৃত্যু হয়েছে ১ জনের। ১ জনের মৃত্যু হয়েছে পূর্ব বর্দমান জেলায়।
মোট আক্রান্তের নিরিখে পরিসংখ্যান
রাজ্যের স্বাস্থ্য দফতরের দেওয়া তথ্য অনুযায়ী মোট আক্রান্ত ৫ লক্ষ ৭২ হাজার ৭২৮ জনের মধ্যে এই মুহূর্তে সক্রিয় করোনা রোগী ৩ হাজার ৯৬০ জন। এদিন ১২৬ জন কমল সক্রিয়ের সংখ্যা। দৈনিক আক্রান্ত ১৩৩ জন। গত ২৪ ঘণ্টায় করোনা মুক্ত হয়েছেন ২৫৮ জন। মোট করোনা মুক্ত হলেন ৫ লক্ষ ৫৮ হাজার ৫৩৫ জন। সুস্থতার রেট হয়েছে ৯৭.৫২ শতাংশ।
করোনা টেস্টিং
করোনা বুলেটিনে জানানো হয়েছে এদিন পর্যন্ত করোনা টেস্ট হয়েছে ৮৩ লক্ষ ১৫ হাজার ৮৯৯ জনের। ১০৩টি ল্যাবরেটরিতে এই টেস্টিং হচ্ছে। ১০ লক্ষ জনের মধ্যে টেস্টিং রেট ৯২৩৯৯। এদিন টেস্টিং হয়েছে ১৫৫৩২ জনের। মোট টেস্টিংয়ের নিরিখে করোনা সক্রিয়ের হার ৬.৮৯ শতাংশ।
সংক্রমণে উদ্বেগ জেলায় জেলায়
আক্রান্তের হার কলকাতা, উত্তর ২৪ পরগনায় জেলায় এখনও একটু উদ্বেগজনক। কলকাতায় করোনা আক্রান্ত ১২৮৫৮২। এদিন ৩৫ জন আক্রান্ত হয়েছেন। এরপরেই আছে উত্তর ২৪ পরগনা। এখানে আক্রান্ত ১২২৫৪৪ জন। এদিন আক্রান্ত হয়েছেন ৪২ জন। তারপরেই আছে দক্ষিণ ২৪ পরগনা। দক্ষিণ ২৪ পরগনায় ৩ জন বেড়ে হয়েছে ৩৭০৯৪। হাওড়ায় আক্রান্ত ৩৫৬৫৯। এদিন আক্রান্ত হয়েছেন ৫ জন। হুগলিতে ৯ জন বেড়ে আক্রান্ত ২৯৫৬৬ জন।