চেন্নাই: প্রথম ইনিংসে বল হাতে ইংল্যান্ড ব্যাটসম্যানদের ঘুম কেড়ে নেওয়ার পর দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে ইংরেজ বোলারদের নাস্তানাবুদ করে ছাড়ছেন রবিচন্দ্রন অশ্বিন৷ ক্যাপ্টেন বিরাট কোহলি ও অশ্বিনের দুরন্ত হাফ-সেঞ্চুরিতে চা-বিরতিত ৮ উইকেটে ২২১ রান তুলেছে ভারত৷ ৬৮ রানে ক্রিজে রয়েছেন টিম ইন্ডিয়ার অল-রাউন্ডার৷ ইতিমধ্যেই ইংল্যান্ডের সামনে ৪১৬ রানের লিড টিম ইন্ডিয়ার৷ এখনও হাত রয়েছে দু’ উইকেট৷

চিপকে সপ্তম উইকেটে কোহলি ও অশ্বিনের ৯৬ রানের অনবদ্য পার্টনারশিপে চালকের আসনে ভারত৷ এখানেই প্রথম টেস্টে ইংল্যান্ডের দেওয়ার ৪২০ রানের টার্গেট তাড়া করতে নেমে ২২৭ রানে হারে ভারত৷ দ্বিতীয় টেস্টে তারই পালটা দিতে চলেছে টিম ইন্ডিয়া৷ ইতিমধ্যেই রুটবাহিনীর সামনে ৪১৬ রানের লিড৷ এখনও ক্রিজ রয়েছেন অশ্বিন৷ তাঁর সঙ্গে ০ রানে ব্যাটিং করছেন ইশান্ত শর্মা৷

১০৬ রানে ৬ উইকেট হারানোর পর সপ্তম উইকেট বিরাট-অশ্বিনের লড়াকু ব্যাটিং ভারতকে ২০২ রানে পৌঁছে দেন৷ টেস্ট কেরিয়ারে ২৫তম হাফ-সেঞ্চুরি করে মোয়েন আলির শিকার হন কোহলি৷ প্রথম ইনিংসে এই ইংরেজ স্পিনারের বলে বোল্ড হয়েছিলেন ভারত অধিনায়ক৷ দ্বিতীয় ইনিংস প্যাভিলিয়নে ফেরার আগে দুরন্ত ৬২ রানের ইনিংস খেলেন কোহলি৷ সাতটি বাউন্ডার হাঁকান বিরাট৷ প্রথম ইনিংসে বোল্ড হলেও এবার আলির বলে এলবিডব্লিউ হন ভারত অধিনায়ক৷

প্রথম ইনিংসে ইংল্যান্ডের থেকে ১৯৫ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে ভারত৷ এদিন ৫৪ রানে এক উইকেট নিয়ে খেলেত নেমে শুরু থেকেই নিয়মিত উইকেট হারাতে থাকে টিম ইন্ডিয়া৷ রবিবারই শুভমন গিলের উইকেট হারিয়েছিল ভারত৷ এদিন ইংল্যান্ডের প্রথম শিকার চেতেশ্বর পূজারা৷ মাত্র ৭ রানে রান-আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন তিনি৷ একই স্কোরে প্রথম ইনিংসের নায়ক রোহিতও প্যাভিলিনয়ে ফিরে যান৷ ব্যক্তিগত ২৬ রানে স্টাম্প-আউট হন হিটম্যান৷

প্রথম ইনিংসে রোহিতের ১৬১ রানের তিনশোর গণ্ডি টপকেছিল ভারত৷ দ্বিতীয় ইনিংসে অবশ্য ভারতকে টানছেন ক্যাপ্টেন কোহলি৷ স্পিনের বিরুদ্ধে লড়াই করে লাঞ্চে ৩৮ রানে ক্রিজে রয়েছেন বিরাট৷ তার সঙ্গে লড়াই করছেন প্রথম ইনিংসে বল হাতে নায়ক রবিচন্দ্রন অশ্বিন৷ ৩৪ রানে ক্রিজে রয়েছেন তামিল অফ-স্পিনার৷ প্রথম টেস্টে দুদার্ন্ত ইনিংস খেলে ঋষভ পন্ত এদিন মাত্র ৭ রানে প্যাভিলিয়নে ফেরেন৷ লিচের বলে স্টাম্প-আউট হন পন্ত৷

প্রথম ইনিংসে রোহিতের সঙ্গে ১৬২ রানের পার্টনারশিপ গড়া অজিঙ্ক রাহানেও এদিন বেশিক্ষণ ক্রিজে কাটাতে পারেননি৷ মাত্র ১৪ বলে ১০ রান করে মোয়েন আলির শিকার হন কোহলির ডেপুটি৷ মাত্র ৮৬ রানে পাঁচ উইকেট হারায় ভারত৷ অভিষেককারী অল-রাউন্ডার অক্ষর প্যাটেলও ইংরেজ বোলারদের বেগ দিতে পারেননি৷ মাত্র ৭ রানে প্যাভিলিয়নের পথ ধরেন অক্ষর৷ তিনিও আলির শিকার৷ তারপর ইংরেজ এই স্পিনার কোহলি ও কুলদীপ যাদবের উইকেট তুলে নেন৷ আলি চারটি এবং লিচ তিনটি উইকেট নিয়েছেন৷

লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'! 'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.

Work from Home এর বাস্তব ছবি নিয়ে আলোচনায় মনোরোগ বিশেষজ্ঞ অনিরুদ্ধ দেব।