বঙ্গ বিজেপিকে প্রতি ইটের জবাব পাটকেলে দিতে কি সফল মমতা শিবির! তুঙ্গে তোপ পাল্টা তোপের লড়াই

তৃণমূলের অন্দরে থিঙ্কট্যাঙ্কের স্ট্র্যাটেজি অনুযায়ী, বিজেপি যেখানে যেখানে রাজ্যে সভা করেছে, সেখানে সেখানে তৃণমূল সভা করবে। সেই ছকে বাঁকুড়ায় বিজেপির অমিত শাহের সভার পর পরই মমতা বন্দ্যোপাধ্যায়কে সভা করতে দেখা গিয়েছিল। সেই থেকে শুরু একুশের বিধানসভা ভোটে তোপ পাল্টা তোপের রাজনীতি। এখন সেই রাজনীতির জল কোন খাতে বইছে দেখা যাক।

দলবদলের ঝড় ও মমতার তোপ

কখনও স্লোগান তো কখনও কর্মকাণ্ডে বিজেপি মমতা শিবিরকে টার্গেটে রেখেছে। একের পর এক তৃণমূল নেতাকে নিজের শিবিরে গ্রহণ করে কার্যত বিজেপি বড়সড় ধাক্কা দিয়েছে মমতার দুর্গে। তা নিয়ে থেমে থাকেননি মমতা। একাধিক সভা মঞ্চ থেকে রাজীব , শুভেন্দুদের বিরুদ্ধে পাল্টা বার্তায় সরব হয়েছেন। রাজীবের বিরুদ্ধ তদন্ত নিয়ে মুখ খোলা থেকে শুরু করে দলবদল করা একাধিক প্রাক্তন তৃণমূল নেতাকে নিয়ে তিনি সরব হয়েছেন।

জয় শ্রীরাম বনাম জয় সিয়া রাম

ভিক্টোরিয়া মেমোরিয়ালে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে কয়েকজনের 'জয় শ্রীরাম' স্লোগান দিদিকে ক্ষুব্দ করে। এরপর থেকে সেই ঘটনা নিয়ে পারদ চড়িয়ে মমতাকে আক্রমণও করে বিজেপি। পাল্টা ভোট শেষে বিজেপিকে দিয়ে 'জয় সিয়া রাম' স্লোগান বলানোর জোরালো বার্তা দেন তৃণমূলের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।

ডবল ইঞ্জিনের জবাব মমতা শিবিরের

হলদিয়ার সভায় নরেন্দ্র মোদী এসেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে তোপ দেগে বলেন, ' বাংলায়য় ডবল ইঞ্জিনের সরকার দরকার'। সেই প্রসঙ্গ তুলে মমতা শিবিরের তরফে অভিষেক সাফ জানান, 'মমতার একটি ইঞ্জিনের সঙ্গে লড়তে বিজেপিকে তো ৫০০ ইঞ্জিন পাঠাতে হচ্ছে'।

রাম বনাম দুর্গা

প্রসঙ্গত, ক্রমেই মেরুকরণের রাজনীতির দিকে যেতে শুরু করেছে একুশের ভোট। এমন জল্পনা বহু মহলে। এদিকে , বিজেপির 'জয় শ্রী রাম' ধ্বনির পাল্টা হিসাবে মা দুর্গার পুজোর কথা বহু জায়গায় মমতা বলেছেন। একটি সাম্প্রতিক সভায় অভিষেক বলেন, 'মমতা বন্দ্যোপাধ্যায় মা দুর্গার ছায়া । মহিষাসুর বধ মনে আছে তো?... ' সুর তুলেই তিনি বিজেপিকে আক্রমণ করেন।

More MAMATA BANERJEE News