করোনায় রক্ষা নেই সঙ্গে দোসর ইবোলা, আফ্রিকার এই দেশে মহামারি ঘোষণা করল সরকার

একে করোনায় রক্ষা নেই সঙ্গে দোসর আবার ইবোলা ভাইরাস। ইতিমধ্যেই যার আতঙ্কে তটস্থ গোটা বিশ্বের একটা বড় অংশ। ইবোলার থাবা ইতিমধ্যেই ভয়াভহ আকার ধারণ করেছে আফ্রিকান দেশগুলিতে। সব থেকে বেশি আতঙ্কের সৃষ্টি হয়েছে গিনি প্রজাতন্ত্রে। রবিবারই ইবোলায় আক্রান্ত হয়ে সেদেশে মারা গিয়েছেন ৪ জন। গিনি প্রজাতন্ত্রের তরফে ইতিমধ্যেই সেদেশে মহামারিরও ঘোষণা করা হয়েছে বলে জানা যাচ্ছে।

অন্যদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে এই রোগ মোকাবিলায় সবরকম সাহায্য করার প্রতিশ্রুতি দেওয়া গিনিকে। খবর এমনটাই। অন্যদিকে ওয়াকবিহাল মহলের ধারণা দ্রুত ব্যবস্থা না নিলে শীঘ্রই গোটা আফ্রিকায় মহামারির আকার নেবে ইবোলা। এদিকে এর আগে ২০১৬ সালে আফ্রিকায় ভয়ঙ্কর আকার নিয়েছিল ইবোলা। মৃত্যু হয়েছিল ১১ হাজারেও বেশি মানুষের। যদিও করোনার থেকে এই ভাইরাসের সংক্রমণ পদ্ধতি অনেকটাই আলাদা বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা। ইবোলা ভাইরাস সংক্রমণ মূলত প্রাণীর রক্ত, স্রাব অঙ্গ বা শারীরিক তরলের মাধ্যমে হয় বলে জানা যাচ্ছে।

অন্যদিকে কোনও ব্যক্তি ইবোলা ভাইরাসে আক্রান্ত হওয়ার পরে এই রোগের লক্ষণ ২-২১ দিনের মধ্যে শরীরের যে কোনও জায়গায় দেখা দিতে পারে। তবে এর প্রাথমিক উপসর্গের সঙ্গে আবার মিল রয়েছে করোনার। জ্বর, অবসন্নতা, পেশী ব্যাথা, মাথা যন্ত্রণা, গলা ব্যাথাই ইবোলা সংক্রমণ প্রাথমিক উপসর্গ বলে জানাচ্ছেন ডাক্তারেরা। এদিকে ইবোলার টিকা পেতে ইতিমধ্যেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডাব্লিউএইচও) এবং আন্তর্জাতিক অন্যান্য স্বাস্থ্য সংস্থার সঙ্গে যোগাযোগ করতে শুরু করেছে গিনির সরকার।

কলকাতাঃ ৬৮ নম্বর ওয়ার্ডে শুরু মা এর রান্না ঘর, ৫ টাকায় ডিম, ভাত, সবজি

মহারাষ্ট্রের অমরাবতীতে ফের জারি 'নাইট কার্ফু', গুজরাতও নিয়ে ফেলল বড় পদক্ষেপ! করোনা উদ্বেগ অব্যাহত

More CORONAVIRUS News