আইসিসি টি-টোয়েন্টি ক্রমতালিকায় দ্বিতীয় স্থানে রাহুল, প্রথম দশে বিরাটও

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাদেরই মাটিতে টি-টোয়েন্টি দুর্দান্ত পারফরম্যান্স করার পুরস্কার পেলেন কেএল রাহুল। আইসিসি ক্রমতালিকায় অনেকটা উঠলেন ভারতের উইকেটরক্ষক তথা ব্যাটসম্যান। প্রথম দশে নিজের জায়গা ধরে রেখেছেন টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলিও। সবমিলিয়ে তালিকার কে কোথায় দাঁড়িয়ে, তা এক নজরে দেখে নেওয়া যাক।

দ্বিতীয় স্থানে রাহুল

আইসিসি-র সদ্য প্রকাশিত টি-টোয়েন্টি তালিকার দ্বিতীয় স্থানে উঠে এসেছেন ভারতের কেএল রাহুল। ৮১৬ রেটিং রয়েছে তাঁর ঝুলিতে। শীর্ষ স্থান ধরে রাখা ইংল্যান্ডের দাউদ মালানের রেটিং ৯১৫। ৮০৮ রেটিং নিয়ে ক্রমতালিকার তৃতীয় স্থানে অবস্থান করছেন অস্ট্রেলিয় অধিনায়ক অ্যারন ফিঞ্চ। চতুর্থ স্থানে থাকা পাকিস্তানের অধিনায়ক বাবর আজমের রেটিং ৮০১। পঞ্চম স্থানে রয়েছেন গ্লেন ম্যাক্সওয়েল। অজি অল রাউন্ডারের ঝুলিতে রয়েছে ৭০১ রেটিং।

প্রথম দশে বিরাট কোহলি

আইসিসি-র সদ্য প্রকাশিত টি-টোয়েন্টি ক্রমতালিকার সপ্তম স্থানে অবস্থান করছেন বিরাট কোহলি। ভারত অধিনায়কের ঝুলিতে রয়েছে ৬৯৭ রেটিং। ৭০০ রেটিং নিয়ে তালিকার ষষ্ঠ স্থানে অবস্থান করছেন রেইজে ভ্যান ডার ডুসেন। ক্রমতালিকার অষ্টম, নবম ও দশম স্থানে রয়েছেন যথাক্রমে কলিন মুনরো, টিম সেইফার্ট ও হাজরাতুল্লাহ জাজাই। তাঁদের রেটিং যথাক্রমে ৬৯৫, ৬৮৫ ও ৬৭৬।

অন্য বিভাগে নেই কোনও ভারতীয়

আইসিসি-র সদ্য প্রকাশিত টি-টোয়েন্টি ক্রমতালিকার বোলিং এবং অল রাউন্ডার বিভাগে আর কোনও ভারতীয় জায়গা পাননি। ৭৩৬ রেটিং নিয়ে বোলিং বিভাগের শীর্ষ স্থানে অবস্থান করছেন আফগানিস্তানের রশিদ খান। অল রাউন্ড বিভাগের শীর্ষ স্থানে থাকা মহম্মদ নবির রেটিং ২৯৪।

দলগত ক্রমতালিকা

টি-টোয়েন্টি ক্রমতালিকার দলগত বিভাগের শীর্ষ স্থানে অবস্থান করছে ইংল্যান্ড। ২৭৫ রেটিংয়ের পাশাপাশি তাদের পয়েন্ট ৬৮৭৭। দ্বিতীয় স্থানে থাকা অস্ট্রেলিয়ার পয়েন্ট ৬৮০০। তাদের রেটিং ২৭২। ১০,১৮৬ পয়েন্ট ও ২৬৮ রেটিং নিয়ে ক্রমতালিকার তৃতীয় স্থানে অবস্থান করছে ভারত।

নির্বাসনের মধ্যেই ফের শাস্তির আশঙ্কায় ফাওলার, গ্রান্টকেও শোকজ এআইএফএফের

More KL RAHUL News