চেন্নাই: চিপকে ঘূর্ণি পিচে সেঞ্চুরি করে অনেক কিছুর জবাব দিলেন রবিচন্দ্রন অশ্বিন৷ প্রথম ইনিংসে ইংল্যান্ড ১৩৪ রানে গুটিয়ে যাওয়ার পর চিপকের পিচ নিয়ে কম চর্চা হয়নি৷ কিন্তু সেই পিচেই তৃতীয় ইনিংসে দুরন্ত শতরান এল আট নম্বরে নামা অশ্বিনের ব্যাট থেকে৷ ইংল্যান্ডের প্রথম ইনিংসে পাঁচ উইকেট নেওয়ার পর ১০৬ রানের অনবদ্য ইনিংস খেলেন টিম ইন্ডিয়ার ৩৪ বছরের অল-রাউন্ডার৷
একই ম্যাচে ইনিংসে ৫ উইকেট এবং সেঞ্চুরির নজির আগেও করেছেন অশ্বিন৷ এ নিয়ে তৃতীয়বার সেঞ্চুরি ও ইনিংসে পাঁচ উইকেট নিয়ে কিংবদন্তি ইংরেজ অল-রাউন্ডার ইয়ান বোথামের পাশে জায়গা করে নিলেন ভারতীয় এই অফ-স্পিনার৷ বোথামের পর অশ্বিন হলেন দ্বিতীয় ক্রিকেটার, যিনি দু’বারের বেশি এই কৃতিত্ব অর্জন করেছেন৷
বিস্তারিত আসছে…
লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'!
'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের।
কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.