প্রতিবেশী দেশেও গেরুয়া ঝান্ডা ওড়াবেন শাহ
বিপ্লব দেব এদিন দাবি করেন, শুধু দলের সম্প্রসারণ নয়, ভারতের প্রতিটি রাজ্যে বিজেপিকে জেতাতে বদ্ধপরিকর অমিত শাহ। এখানেই থেমে না থেকে বিপ্লব দেব দাবি করেন, অমিত শাহ দেশের সব রাজ্যে জিতে গেলে প্রতিবেশী দেশেও গেরুয়া ঝান্ডা ওড়াবেন। বিপ্লব দেব দাবি করেন এই নিয়ে নাকি তাঁর শীর্ষ নেতৃত্বের সঙ্গে কথাও হয়েছে।
শ্রীলঙ্কা এবং নেপালে দলের সম্প্রসারণ করা হবে
এদিন বিপ্লব দেব বলেন, 'আমি দলের উত্তরপূর্ব ভারতের দায়িত্বপ্রাপ্ত সাধারণ সম্পাদক অজয় জমওয়ালের সঙ্গে কথা বলছিলাম গেস্টহাউজে। তিনি বলেন, বিজেপি ইতিমধ্যেই দেশের বিভিন্ন রাজ্যে সরকার গঠন করেছে। অমিত শাহ তাঁকে বলেছেন, এরপর আমাদের লক্ষ্য হবে শ্রীলঙ্কা এবং নেপালে সম্প্রসারণ করা। সেখানে নির্বাচনে জিতে সরকার গঠন করতে হবে আমাদের।'
পশ্চিমবঙ্গের নির্বাচন নিয়ে ভবিষ্যৎবাণী
পাশাপাশি এদিন পশ্চিমবঙ্গের নির্বাচন নিয়েও ভবিষ্যৎবাণী করেন বিপ্লব দেব। তিনি দাবি করেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস এবারের নির্বাচনে হেরে যাবে। পাশাপাশি এদিন অমিত শাহের নেতৃত্ব দেওয়ার ক্ষমতাকেও কুর্নিশ জানান বিপ্লব দেব। তিনি আরও দাবি করেন যে কেরলেও বিজেপি এবার জয়ী হবে। সেখানে বামপন্থী এবং কংগ্রেসকে ধাক্কা দিতে সমর্থ হবে গেরুয়া শিবির।
'কেরলেও জিতবে বিজেপি!'
তিনি বলেন, 'যেভাবে অমিত শাহ বিজেপিকে বিশ্বের সবচেয়ে বড় দল হিসেবে প্রতিষ্ঠিত করেছেন, তা অভাবনীয়। এবং আমরা দক্ষিণের কেরলেও জিতব। সেখানে যে প্রতি পাঁচ বছর অন্তর অন্তর কংগ্রেস এবং বামপন্থীদের মধ্যে ক্ষমতা হস্তান্তরের পালা চলছে, তা ভেঙে দেবে বিজেপি। এবং এই বছর সে রাজ্যের নির্বাচনেও বিজেপি জয়ী হবে।'