আটটি পুরসভা ভোট ও পাঞ্জাব
আটটি পুরসভায় এদিন ভোট হচ্ছে পাঞ্জাবে। ভতিন্ডা, আবহোর, বাটালা, মোহালি, হোশিয়ারপুর, পাঠানকোট, মোগা ও কাপুরথালাতে হচ্ছে ভোট। এই সমস্ত এলাকায় মোট ৯,২২২ জন প্রার্থী দাঁড়িয়েছেন ভোটে। কংগ্রেসের পোক্ত জমি পাঞ্জাবে কৃষক আন্দোলনের আবহে রীতিমতো লড়াইয়ে কংগ্রেস ও আকালি দল। এদিকে বিজেপির সামনেও রয়েছে বিপক্ষের কংগ্রেস ও পুরনো শরিক আকালিদলকে রোখার চ্যালেঞ্জ।
বিজেপি প্রার্থীরা বিশেষ নিরাপত্তায়
পাঞ্জাবের একাধিক গুরুত্বপূর্ণ এলাকায় এদিন বিজেপি প্রার্থীদের জন্য বিশেষ নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে। সারা রাজ্য জুড়ে ১৮,০০০ পুলিশ কর্মী মোতায়েন রয়েছে।
কংগ্রেস বিজেপি ধুন্ধুমার
এদিকে বাটালাতে এদিন ভোটগ্রহণের মধ্যেই প্রবল সংঘাত বাঁধে বিজেপি ও কংগ্রেস কর্মীদের মধ্যে। এদিকে, কৃষি আন্দোলনের জেরে ক্রমাগত বিজেপির বিরুদ্ধে ক্ষোভ চড়েছে পাঞ্জাবের বুকে। সেই জায়গা থেকে এই রাজনৈতিক সংঘর্ষ ঘিরে ভোটর মেজাজ তুঙ্গে ওঠে।
পাঞ্জাবের ভোট ও কৃষি আন্দোলন
মূলত , পাঞ্জাবের বুকে কৃষি আন্দোলন নিয়ে রীতিমতো তুঙ্গে পারদ। একাধিক সংগঠন এই নিয়ে মোদী সরকারের বিরুদ্ধে সুর চড়িয়েছে। তবে সামনে পুরভোট জেনেও পাঞ্জাব বিজেপির সামনে চ্যালেঞ্জ রেখেও মোদী সরকার সেভাবে নিজের জায়গা থেকে কৃষি আইন সম্পূর্ণ তুলে দেওয়ার বার্তায় সায় দেয়নি। ফলে মনে করা হচ্ছে, বিজেপির এই স্টান্স অবশ্যই পাঞ্জাবের পুরভোট পড়বে।