১৬০ জনকে এখনও খুঁজে পাওয়া যাচ্ছে না
এদের মধ্যে পাঁচজনের দেহ উদ্ধার হয়েছে রাইনি গ্রাম থেকে এবং অন্য পাঁচজনের দেহ তপোবন এলাকা থেকে উদ্ধার হয়েছে। উত্তরাখণ্ডের ডিজিপি অশোক কুমার জানিয়েছেন, যে ২০৪ জন নিখোঁজ ছিলেন, তাঁদের মধ্যে ৪৪ জনকে খুঁজে পাওয়া গিয়েছে। তবে ১৬০ জনকে এখনও খুঁজে পাওয়া যাচ্ছে না।
যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধারকাজ
যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধারকাজ। ধসে আটকে পড়া মানুষদের উদ্ধার করতে চামোলিতে নামানো হয়েছে সেনা। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী ও উত্তরাখণ্ডের বিপর্যয় মোকাবিলা বাহিনী একজোটে কাজ করে চলেছে আটক পড়ে মানুষদের উদ্ধার করার জন্য। তবে সময় যত এগোচ্ছে, আটকে থাকা মানুষদের জীবিত উদ্ধারের আশা ততই কমে আসছে।
মাঝে তপোবন টানেলে উদ্ধারের কাজ ব্যাহত হয়েছিল
মাঝে তপোবন টানেলে উদ্ধারের কাজ ব্যাহত হয়েছিল৷ হিমবাহ ধসের কারণে উত্তরাখণ্ডের বেশ কিছু নদীতে রবিবারের ওই ঘটনার জেরে জলস্তর বাড়তে শুরু করেছিল৷ বিপদের আশঙ্কা করে সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছিল উদ্ধারকাজ। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে আবার উদ্ধারকাজ চালু হয়।