সাক্ষী রয়ে গেল মার্কিন ইতিহাস। যেখানে কোনও আমেরিকান প্রেসিডেন্টকে কাঠগড়ায় দাঁড় করিয়ে ইম্পিচমেন্টের ট্রায়ালে 'খালাস' করা হল। ক্যাপিটোল হিল সহ আমেরিকার বুকে ৬ টি দাঙ্গা যেভাবে বিশ্বকে হতচকিত করেছিল। তারপর প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের এই ট্রায়ালে তিনি দোষী সাব্যস্ত হলে , আমেরিকার বুকে তিনিই প্রথম প্রেসিডেন্ট হতেই যাঁকে দোষী সাব্যস্ত করা হত।
আমেরিকার বুকে এক ঐতিহাসিক হিংসার ঘটনার জেরে এই সপ্তাহান্তে মার্কিন সেনেট একটি বিরল অধিবেশনের ডাক দিয়েছিল। সেখানেই হিংসায় প্রাক্তন মার্কিন প্রেসিডেন্টের উস্কানির কোনও লেশ আছে কিনা, বা তদ সংক্রান্ত বিষয়ে ট্রাম্পকে কাঠগড়ায় দাঁড় করানো হয়। মঙ্গলবার গত ৬ই জানুয়ারি ক্যাপিটলে ভয়াবহ হামলার ঘটনার একটি ভিডিও প্রদর্শনের মাধ্যমে প্রথম ইমপিচমেন্টের কার্যক্রম শুরু হয়। এদিকে মার্কিন সেনেটে এদিন প্রক্রিয়া চলার সময়ে বাইরে কঠোর নিরাপত্তা বেষ্টনী তৈরি করেছিল নিরাপত্তা বাহিনী।
এমনকী ওই সময়েই সমর্থকদের উদ্দেশ্যে ট্রাম্পের উস্কানিমূলক মন্তব্যেরও ফুটেজ দেখানো হয় সকলের সামনে। এই প্রসঙ্গে বলতে গিয়ে ম্যারিল্যান্ড থেকে নির্বাচিত প্রতিনিধি জ্যামি রাসকিন বলেন, "এটা আদপে বড় অপরাধ। রাষ্ট্রপতির মতো ব্যক্তিত্বের থেকে এই আচরণ মানা যায় না। এর শাস্তি ইমপিচমেন্ট ছাড়া আর কিছুই হতে পারে না"।